ঢাকা, বাংলাদেশ   সোমবার ১৭ জুন ২০২৪, ৩ আষাঢ় ১৪৩১

রিজার্ভ সামান্য বেড়ে হলো ১৮ দশমিক ৬১ বিলিয়ন ডলার

​​​​​​​অর্থনৈতিক রিপোর্টার

প্রকাশিত: ০০:৩৩, ২৬ মে ২০২৪

রিজার্ভ সামান্য বেড়ে  হলো ১৮ দশমিক  ৬১ বিলিয়ন ডলার

.

বৈদেশিক মুদ্রার রিজার্ভ সামান্য বেড়েছে। গত বৃহস্পতিবার দিনের শুরুতে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) হিসাব পদ্ধতি বিপিএম- হিসাবে বাংলাদেশের রিজার্ভ ছিল ১৮ দশমিক ৬১ বিলিয়ন ডলার। আর বাংলাদেশ ব্যাংকেরগ্রসহিসাবে ছিল ২৪ দশমিক ০৯ বিলিয়ন ডলার। আসন্ন ঈদুল আজহা এবং টাকার বিপরীতে ডলারের দাম বাড়ায় রেমিটেন্স পালে হাওয়া লাগায় রিজার্ভ ঊর্ধ্বমুখী হয়েছে বলে মনে করছেন অর্থনীতিবিদ ব্যাংকাররা। এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নের (আকু) মার্চ-এপ্রিল মেয়াদের দশমিক ৬৩ বিলিয়ন ডলার আমদানি বিল পরিশোধের পর বিপিএম- হিসাবে রিজার্ভ কমে ১৮ দশমিক ২৫ বিলিয়ন ডলারে নেমে এসেছিল।গ্রসহিসাবে রিজার্ভ নেমেছিল ২৩ দশমিক ৭২ বিলিয়ন ডলারে। এরপর সামান্য বাড়ল রিজার্ভ। বাংলাদেশ ব্যাংক সপ্তাহে একদিন রিজার্ভের তথ্য প্রকাশ করে। সেই তথ্য অনুযায়ী, গত মে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) হিসাব পদ্ধতি বিপিএম- (ব্যালেন্স অব পেমেন্ট অ্যান্ড ইন্টারন্যাশনাল ইনভেস্টমেন্ট পজিশন) হিসাবে বাংলাদেশের রিজার্ভ ছিল ১৯ দশমিক ৮২ বিলিয়ন ডলার।গ্রসহিসাবে ছিল ২৫ দশমিক ২৭ বিলিয়ন ডলার।

১৪ মে আকুর দেনা শোধের পর বিপিএম- হিসাবে রিজার্ভ কমে ১৮ দশমিক ২৫ বিলিয়ন ডলারে নেমে আসে।গ্রসহিসাবে নেমেছিল ২৩ দশমিক ৭২ বিলিয়ন ডলারে। দেখা যাচ্ছে, নয় দিনে বিপিএম- হিসাবে রিজার্ভ বেড়েছে ৩৬ কোটি ডলার।গ্রসহিসাবে বেড়েছে ৩৭ কোটি ডলার। রিজার্ভ সামান্য বাড়ায় আশাবাদী বাংলাদেশ ব্যাংক। বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র নির্বাহী পরিচালক মেজবাউল হক বলেন, ‘কোরবানির ঈদকে সামনে রেখে বেশি রেমিটেন্স পাঠাচ্ছেন প্রবাসীরা। ডলারের দাম বাড়াতেও রেমিটেন্স রপ্তানি আয়েও প্রভাব পড়েছে। সব কিছু মিলিয়ে রিজার্ভ বাড়তে শুরু করেছে। এখন রিজার্ভ আর কমবে না, বাড়তেই থাকবে।

×