ঢাকা, বাংলাদেশ   সোমবার ১৭ জুন ২০২৪, ৩ আষাঢ় ১৪৩১

​​​​​​​রাফাহতে হামলা চালিয়ে যাচ্ছে ইসরাইল

আইসিজের নির্দেশ অমান্য

প্রকাশিত: ০০:০৩, ২৬ মে ২০২৪

আইসিজের নির্দেশ অমান্য

.

আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিজে) নির্দেশ অমান্য করে রাফাহতে হামলা চালিয়ে যাচ্ছে দখলদার ইসরাইলি বাহিনী। রাফাহতে অবিলম্বে হামলা বন্ধে আইসিজের নির্দেশ দেওয়ার পর শনিবার আবারও অঞ্চলটিতে হামলা চালায় ইসরাইল। এদিকে ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুতিরা লোহিত সাগর, ভূমধ্যসাগর এবং আরব সাগরের তিনটি জাহাজে হামলা চালিয়েছে। হুতিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারিয়া টেলিভিশনে দেওয়া এক বিবৃতিতে হামলার দায় স্বীকার করেন। অন্যদিকে ইসরাইলের সামরিক ঘাঁটিতে হামলার দাবি করেছে ইরান সমর্থিত লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। ছাড়া ইসরাইলের এইলাত বন্দরের গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুতে ড্রোন হামলা চালিয়েছে ইরাকি প্রতিরোধী যোদ্ধাদের জোট পপুলার মোবিলাইজেশন ইউনিট (পিএমইউ) খবর বিবিসি, এএফপি আলজাজিরার।

রাফাহতে সাবুরা ক্যাম্পে চালানো ইসরাইলি হামলায় চারদিক কালো ধোঁয়ায় ঢেকে যায়। হামলার ভয়াবহতা এতটাই বেশি যে হাসপাতালে অবস্থানরত উদ্ধারকারী দলগুলো ঘটনাস্থলে যেতে পারছে না। ইসরাইলি ট্যাঙ্ক সেনারা রাফাহ দক্ষিণ পূর্বাঞ্চলের দিকে অগ্রসর হচ্ছে। আইসিজের আদেশের পর মন্ত্রিসভার জরুরি বৈঠক ডাকেন ইসরাইলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু। তেল আবিবের মন্ত্রীরা বলেছেন, ইসরাইল আইসিজের এই আদেশ মানবে না। মন্ত্রিসভার সদস্য বেনি গানৎজ বলেছেন, জিম্মিদের ফিরিয়ে আনতে ইসরাইলের নিরাপত্তা নিশ্চিতে হামাসের বিরুদ্ধে হামলা চালিয়ে যাবেন তারা। এর আগে শুক্রবার ফিলিস্তিনের রাফাহতে ইসরাইলের চলমান হামলা বন্ধের নির্দেশ দিয়েছেন জাতিসংঘের সর্বোচ্চ আদালত।

গাজার স্বাস্থ্য কর্তৃপক্ষের মতে, ইসরাইলি হামলায় গাজায় এখন পর্যন্ত ৩৫ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে। এদিকে হুতিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারিয়ার বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, হুতি বাহিনী লোহিত সাগরে ইয়ানিস জাহাজ, ভূমধ্যসাগরের এসেক্স এবং আরব সাগরে এমএসসি আলেকজান্দ্রাকে লক্ষ্যবস্তু করেছে। সময় তারা মূলত ইসরাইলমুখী সব বাণিজ্যিক এবং যুদ্ধ জাহাজে কয়েকটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। শনিবার ইউএস সেন্ট্রাল কমান্ড জানায়, হুতিরা লোহিত সাগরে দুটি অ্যান্টি-শিপ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে।

×