ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

বাংলাদেশ মুসলিম প্রসাধনীর ষষ্ঠ বৃহত্তম বাজার

প্রকাশিত: ০৪:৫১, ৮ জুন ২০১৭

বাংলাদেশ মুসলিম প্রসাধনীর ষষ্ঠ বৃহত্তম বাজার

অর্থনৈতিক রিপোর্টার ॥ বাংলাদেশ ‘মুসলিম প্রসাধনী’র ষষ্ঠ বৃহত্তম বাজার। স্টেট অব দ্য গ্লোবাল ইসলামিক ইকোনমিক রিপোর্ট ২০১৬-১৭ শিরোনামের এক প্রতিবেদনে এই তথ্য প্রকাশিত হয়েছে। জরিপভিত্তিক প্রতিষ্ঠান থমসন রয়টার্সের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানান গেছে। সংযুক্ত আরব আমিরাতের রাজ্য দুবাই এর অর্থায়নে ও নিউইয়র্কের গবেষণা ও পরামর্শক প্রতিষ্ঠান ডিনার স্ট্যান্ডার্ডের সহায়তায় এই প্রতিবদেনটি তৈরি করেছে জরিপভিত্তিক প্রতিষ্ঠান থমসন রয়টার্স। প্রতিবেদনে দেখা গেছে, ২০১৫ সালে বাংলাদেশের ‘মুসলিম প্রসাধনী’র ভোক্তারা ২৫০ কোটি ডলারের প্রসাধনী ব্যবহার করেছে। প্রতিবেদন অনুসারে ‘মুসলিম প্রসাধনী’ ব্যবহারের সবচেয়ে বড় দেশ ভারত। ২০১৫ সালে দেশটিতে ৪৭০ কোটি ডলারের প্রসাধনী ব্যবহার করেছে দেশটির ভোক্তারা। প্রসাধনী ব্যবহারের এই তালিকায় ভারতের পরে ৩ নম্বরে আছে রাশিয়া। দেশটিতে ২০১৫ সালে ৩৫০ কোটি ডলারে প্রসাধনী ব্যবহার করা হয়েছে। ইন্দোনেশিয়া আলোচ্য সময়ে ৩৩০ কোটি ডলারের প্রসাধনী ব্যবহার করেছে দেশটির ভোক্তারা। তালিকায় চতুর্থ ও পঞ্চম স্থানে আছে তুরস্ক ও মালয়েশিয়া। মধ্যপ্রাচ্যের উত্তেজনায় বিনিয়োগকারীরা স্বর্ণে ঝুঁকছে কাতারের সঙ্গে ৫ দেশের কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করা এবং ব্রিটেনে সন্ত্রাসী হামলা ইস্যুতে আন্তর্জাতিক মহলে উত্তেজনা বিরাজ করছে। এর ফলে আপাতত মাথায় হাত পড়েছে বিনিয়োগকারীদের। তারা এখন নিরাপদ বিনিয়োগ বলে খ্যাত স্বর্ণ খাতে বিনিয়োগে ঝুঁকছে। খবর রয়টার্সের। এদিকে উত্তেজনাকে কেন্দ্র করে তেলের দর বাড়িয়ে দিয়েছে এর উদ্যোক্তারা। বর্তমানে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দর ব্যারেলে ২ ডলার বেড়ে ৫০ ডলারের একটু নিচে লেনদেন হচ্ছে। কাতারের বিরুদ্ধে চরমপন্থীদের মদদের অভিযোগ তুলে সম্প্রতি দেশটির সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, মিসর ও ইয়েমেন। এর ফলে কাতারের সব খাতেই অন্ধকার নেমে আসতে শুরু করে। দেশটির সঙ্গে সংশ্লিষ্ট আন্তর্জাতিক ব্যবসাও ধরা খাওয়ার আশঙ্কা তৈরি হয়। একদিনেই ৮ বছর পেছনে চলে যায় কাতারের পুঁজিবাজার। এদিন দেশটির পুঁজিবাজারে সব সূচক ছিল নিম্নমুখী। Ñঅর্থনৈতিক রিপোর্টার অপ্পোর নতুন ভার্সন ব্ল্যাক লুক ক্যামেরা ফোন ব্র্যান্ড অপ্পো নতুন একটি ভার্সন-ব্ল্যাক লুক নিয়ে এসেছে। মাত্র ২৫ হাজার ৯৯০ টাকায় এই ফোনটি নিয়ে আসা হয়েছে মধ্যম মানের ফোনের ক্রেতাদের জন্য। ডুয়েল ফ্রন্ট ক্যামেরা সেলফি এক্সপার্ট ব্র্যান্ডের মধ্যে অপ্পো ঋ৩ প্লাসের পরেই আছে সম্প্রতি বাজারে আসা অপ্পো ঋ৩ গোল্ড। এর ফিচারে আছে ডুয়েল ফ্রন্ট ক্যামেরা, সেলফির জন্য ১৬ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা এবং গ্রুপ সেলফির জন্য থাকছে ওয়াইড এ্যাঙ্গেল লেন্স। অপ্পো ঋ৩-এর নতুন ভার্সন ‘ব্ল্যাক’ অনলাইনে এবং ঙচচঙ বাংলাদেশের সব অফলাইন স্টোরেই পাওয়া যাবে।-বিজ্ঞপ্তি
×