ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৮ বৈশাখ ১৪৩১

ক্রিকেটে নতুন উচ্চতায় বাংলাদেশ

প্রকাশিত: ০৬:৪৮, ২৭ মে ২০১৭

ক্রিকেটে নতুন উচ্চতায় বাংলাদেশ

বুধবার ডাবলিনে ত্রিদেশীয় সিরিজের শেষ ম্যাচে নিউজিল্যান্ডকে পাঁচ উইকেটে হারিয়ে টাইগাররা বিশেষ অর্জনের কোটা পূর্ণ করল। নিউজিল্যান্ডকে এর আগে আটবার ওয়ান ডে ম্যাচে হারিয়েছে বাংলাদেশ দল, তবে এর সবই স্বদেশের মাটিতে। এই প্রথমবার তারা কিউইদের বধ করল তাদেরই মাটিতে। একই সঙ্গে পূরণ হলো বিদেশের মাঠে সব টেস্ট খেলুড়ে দেশের বিপক্ষে বিজয় অর্জনের কোটা। সেইসঙ্গে সীমিত ওভারের খেলায় প্রথমবারের মতো বাংলাদেশ উঠে এলো র‌্যাঙ্কিংয়ের ছয় নম্বরে। র‌্যাঙ্কিংয়ে সেরা আটের মধ্যে থাকা দলগুলো সরাসরি ওয়ান ডে বিশ্বকাপে খেলতে পারবে। তবে সেটা আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত র‌্যাঙ্কিংয়ের হিসাব অনুসারে। সেদিক দিয়ে বাংলাদেশ অনেকটাই এগিয়ে থাকল এটা এখন নির্দ্বিধায় বলা যায়। সব মিলিয়ে এটা ক্রিকেটে বড় সুসংবাদ। অভিনন্দন বাংলাদেশ ক্রিকেট দল। বিদেশের মাটিতে আমাদের খেলার ফল সব সময় ভাল হয় না, বলতে পারি বেশিরভাগ ক্ষেত্রেই লড়াইয়ে পিছিয়ে পড়ি আমরা। বিদেশের মাটিতে দেশের খেলোয়াড়রা একের পর এক নাজেহাল হতে থাকলে, দল ধারাবাহিকভাবে হারতে থাকলে মানুষের মনের অবস্থা কেমন হয় তা বলাই বাহুল্য। এর আগেরবার নিউজিল্যান্ড সফরের ওয়ান ডে আর টি-টোয়েন্টি সিরিজ নিয়ে দেশবাসীর কত আশাই না ছিল! সত্যের খাতিরে বলতেই হবে যে, তার সিকিভাগও ছিল না টেস্ট নিয়ে। আর কিনা টেস্টেই এসেছিল কিছুটা সাফল্য। আগের দুটি সিরিজ পরাজয় চাপা দিয়ে বাংলাদেশের ক্রিকেটে এসেছিল স্বপ্নের মতো একটি দিন। প্রথম টেস্টের দুইদিন শেষে বাংলাদেশ ৫৪২ রান করেও অলআউট হয়নি! সাকিবের ডাবল সেঞ্চুরি, মুশফিকের দেড় শ’ পেরনো ইনিংস, পঞ্চম উইকেটে ৩৫৯ রানের রেকর্ড জুটি। সেই নিউজিল্যান্ডকে শেষ পর্যন্ত বুধবার ওয়ানডেতে হারাতে সমর্থ হয়েছে বাংলাদেশ। নিউজিল্যান্ডের ২৭০ রানের জবাবে বাংলাদেশ শুরু থেকেই ছিল মারমুখো। তামিম ইকবালের দুর্দান্ত এক ছক্কা দিয়ে হলো সূচনা। তামিমের ঝড়ো শুরুর পর ব্যাট হাঁকানোর উৎসবে যোগ দেন সাব্বির রহমান। দ্বিতীয় উইকেটে দু’জনের ১৩৬ রানের জুটি, দু’জনই করেছেন ৬৫ রান করে। তবে জয়ের কাব্যের শেষ অধ্যায়টা রচনা হয়েছে মুশফিকুর রহিম-মাহমুদুল্লাহর ব্যাটে। ১৯৯ রানে পঞ্চম ব্যাটসম্যান হিসেবে সাকিব আল হাসানের বিদায়ের পর দু’জন মিলেই লক্ষ্যে পৌঁছে দেন বাংলাদেশকে। আগামীতে ইংল্যান্ডের চ্যাম্পিয়নস ট্রফিতে এই জয় মাশরাফি বিন মুর্তজার দলকে দেবে বাড়তি আত্মবিশ্বাস। বাইরের দুনিয়া বাংলাদেশকে যে কয়টি ইতিবাচক অর্জনের জন্য চিনছে তার ভেতর প্রথম সারিতে রয়েছে ক্রিকেট। মেধা ও প্রতিভা যদি ঈশ্বর প্রদত্ত বলে মেনে নিতে হয় তারপরও থাকে তার চর্চা, অনুশীলন ও সাধনার বিষয়টি। আমরা আগেও বলেছি বাঙালীর ক্রিকেটমেধা চাপা পড়ে ছিল পাকিস্তান নামক বাঙালীবিদ্বেষী রাষ্ট্রের কাছে। স্বাধীনতার সুন্দরতম ফসলের একটি আমাদের ক্রিকেট। দেশের বাইরের মাঠে প্রতিপক্ষ দলের বিরুদ্ধে ভাল করার জন্য বাড়তি প্রয়োজন দৃঢ় মনোবল। টাইগাররা সেটি অর্জনের দিকে অনেকটাই এগিয়েছে বলে আমাদের বিশ্বাস। র‌্যাঙ্কিংয়ে ছয় নম্বরে উত্তীর্ণ হওয়ার দারুণ অর্জনটির ধারাবাহিকতা দেখতে চায় দেশবাসী। প্রাপ্ত অবস্থান বজায় রেখে ধীরে ধীরে ওপরে ওঠার কৌশল অবলম্বন করা চাই। সেইদিন বেশি দূরে নয় যখন বাংলাদেশ বিশ্বকাপ ক্রিকেটে বড় ধরনের অর্জনের মাধ্যমে দেশের মুখ উজ্জ্বল করবে।
×