
জ্যৈষ্ঠের খরতাপে রাজধানীর জনজীবন এখন অতিষ্ঠ। তার ওপর কাজের প্রয়োজনে প্রতিদিন রোদে দগ্ধ হতে হয় কর্মজীবীদের। ভ্যাপসা গরম ও রোদের দাবদাহে ক্লান্ত হয়ে রাস্তার পাশে ফেলে রাখা বাঁশের ওপর ঘুমিয়ে পড়েন ছবির ব্যক্তিটি। সকালে কাজের সন্ধানে বের হয়ে হয়ত কোন কাজ পাননি তিনি। তাই ঘুমিয়ে অলস সময় পার করছেন। বুধবার রাজধানীর মাদারটেক এলাকা থেকে ছবিটি তুলেছেন জনকণ্ঠের নিজস্ব আলোকচিত্রী।