
ছবি : সংগৃহীত
অতি তীব্র তাপপ্রবাহে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। দেশের উত্তরাঞ্চলে চলমান এই তাপপ্রবাহ থাকতে পারে আরও দুই দিন।
আবহাওয়া অফিস বলছে, এরপর থেকে দেশের উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলে বৃষ্টি শুরু হলে তাপদাহ কিছুটা কমবে। তবে সারাদেশে তাপপ্রবাহ কমতে সময় লাগবে প্রায় এক সপ্তাহ।
আবহাওয়া অফিস শীঘ্রই উত্তরাঞ্চলে তাপমাত্রা কমার সুখবর দিলেও সারাদেশে তাপপ্রবাহ কমতে আরও কিছু সময় লাগবে বলে জানিয়েছে।
বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মোঃ শাহিনুল ইসলাম জানিয়েছেন, “১২ তারিখের কাছাকাছি সময়ে মোটামুটি কিছু বৃষ্টি হতে পারে।
বিশেষ করে উত্তর-পূর্বাংশে — ময়মনসিংহ ডিভিশন, সিলেট ডিভিশন, রংপুর, রাজশাহী, ঢাকার কিছু অংশে বৃষ্টি হতে পারে। ফলে ওই জায়গার কিছু অঞ্চল তাপপ্রবাহমুক্ত হতে পারে ।
তিনি আরও বলেন, ধীরে ধীরে বৃষ্টি প্রবণতা বাড়তে পারে এবং আরও সাত দিনের মধ্যে সারাদেশ থেকে তাপপ্রবাহ প্রশমিত হতে পারে।
সাগর শান্ত থাকায় সহসা কোনো ঘূর্ণিঝড়ের আশঙ্কা নেই বলেও জানিয়েছে আবহাওয়া অফিস।
সূত্র - https://www.youtube.com/watch?v=1BTQzJhuGd4
সা/ই