ঢাকা, বাংলাদেশ   রোববার ১১ মে ২০২৫, ২৮ বৈশাখ ১৪৩২

বর্ষসেরা ক্রীড়া সাংবাদিক ইকরাম

প্রকাশিত: ১৯:৪৪, ২৫ নভেম্বর ২০২৩

বর্ষসেরা ক্রীড়া সাংবাদিক ইকরাম

অতিথি ও আয়োজকদের সঙ্গে পুরস্কার বিজয়ীরা এক মঞ্চে। 

বাংলাদেশ ক্রীড়ালেখক সমিতি আয়োজিত ম্যাক্স-বিএসপিএ ২০২২ সালের বর্ষসেরা ক্রীড়া সাংবাদিকের পুরস্কার পেয়েছেন চ্যানেল টুয়েন্টিফোরের ইকরাম হোসাইন। 

শনিবার (২৫ নভেম্বর) বাংলাদেশ অলিম্পিক এ্যাসোসিয়েশনের (বিওএ) অডিটোরিয়ামে তার হাতে পুরস্কার তুলে দেন বিওএর মহাসচিব সৈয়দ শাহেদ রেজা। এ সময় বিএসপিএর সভাপতি সনৎ বাবলা ও সাধারণ সম্পাদক সামন হোসেন উপস্থিত ছিলেন। 

এছাড়া, এক্সক্লুসিভ রিপোর্টে বদি-উজ-জামান ট্রফি জিতেছেন যমুনা টিভির অলক হাসান, সিরিজ রিপোর্টে আবদুল হামিদ ট্রফি জিতেছেন একাত্তর টিভির মেহেদী হাসান নাঈম। সাক্ষাৎকারে প্রিন্ট ও অনলাইন বিভাগে আতাউল হক মল্লিক ট্রফি জিতেছেন প্রথম আলোর মোহাম্মদ জুবাইর ও চ্যানেল ২৪’এর  ইকরাম হোসাইন। ফিচার ও ডকুমেন্টরি বিভাগে প্রিন্ট ও অনলাইন রণজিৎ বিশ্বাস ট্রফি জিতেছেন রাশেদুল ইসলাম। 
ফিচার ও ডকুমেন্টরিতে ইলেকট্রনিক মিডিয়া বিভাগে রণজিৎ বিশ্বাস ট্রফি জিতেছেন নাগরিক টিভির রাজিবুল ইসলাম। স্পোর্টস ফটোগ্রাফি ক্যাটাগরিতে সেরা হয়ে বদরুল হুদা ট্রফি জিতেছেন নিউ এজের সনি রামানি। অনুষ্ঠানে বিশ্ব ক্রীড়া সাংবাদিক দিবস উপলক্ষে তিন ক্রীড়ালেখক ও সিনিয়র ক্রীড়া সাংবাদিক ফিরোজ আলম, শেখ সাইফুর রহমান ও লুৎফুল হায়দার সোহাগকে সম্মাননা দেওয়া হয়।

 

রুমেল খান

×