
ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় আবারো বন্ধ করা হলো একটি বাল্যবিবাহ। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. ছামিউল ইসলাম।
রবিবার (১১মে ) দুপুর ১টা ৩০ মিনিটে কসবা উপজেলার বিনাউটি ইউনিয়নের ব্রাহ্মণপাড়া গ্রামের নোয়াবাড়ি পাড়ায় দশম শ্রেণির এক স্কুলছাত্রীর বাল্যবিবাহ বন্ধ করে দেন ইউএনও।
ছাত্রীর বিয়ে হওয়ার কথা ছিল একই ইউনিয়নের কবির মিয়ার ছেলে তসলিম মিয়ার সঙ্গে। ঘটনাস্থলেই মেয়ের অভিভাবকের বিরুদ্ধে ১০ হাজার টাকা অর্থদণ্ড আরোপ করা হয়।
পাত্রী চন্ডিদার উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী। তার শিক্ষা নিশ্চিত করতে এক শিক্ষককে দায়িত্ব দেওয়া হয়েছে, যেন সে নিয়মিত বিদ্যালয়ে যায়।
বিয়ের জন্য প্রস্তুতকৃত খাবার জব্দ করে ব্রাহ্মণগ্রাম এতিমখানা ও সুন্নিয়া হাফিজিয়া মাদ্রাসায় বিতরণ করা হয়েছে। কসবা উপজেলা প্রশাসনের এমন উদ্যোগে এলাকাবাসী সন্তোষ প্রকাশ করেছেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ ছামিউল ইসলাম বলেন, বাল্যবিবাহ প্রতিরোধে আমরা জিরো টলারেন্সে আছি। যারা আইন ভঙ্গ করবে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।"
রাজু