ঢাকা, বাংলাদেশ   রোববার ১১ মে ২০২৫, ২৮ বৈশাখ ১৪৩২

এশিয়াডে এবার মাতলামি ও হত্যার অভিযোগ!

প্রকাশিত: ২১:৪৯, ১৭ অক্টোবর ২০২৩

এশিয়াডে এবার মাতলামি ও হত্যার অভিযোগ!

অভিযুক্ত মাহবুব এহসান রানা

কোচ ও ম্যানেজারের নিদ্রাকাণ্ডে সময় মতো ম্যাচে উপস্থিত হতে পারেননি কারাতেকা হাসান খান। ফলে খেলাও হয়নি তার। এবার বেরিয়ে এলো আরেক ঘটনা। অভিযোগে জানা যায়, মদ্যপ অবস্থায় সাবেক হকি খেলোয়াড় মুজাহিদুল ইসলাম শিপলুকে মারধর এবং হত্যার হুমকি দিয়েছেন হাংঝু এশিয়াডে যাওয়া বাংলাদেশ হকি দলের ম্যানেজার মাহবুব এহসান রানা। 

এশিয়ান হকি ফেডারেশনের (এএইচএফ) অতিথি হয়েই হাংঝুতে গিয়েছিলেন বর্তমানে অস্ট্রেলিয়ান নাগরিক মুজাহিদুল ইসলাম। বিষয়টি তুলে ধরে ইতোমধ্যে হকি ফেডারেশনের সভাপতি ও বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল শেখ আবদুল হান্নানের কাছে চিঠি দিয়েছেন ভুক্তভোগী মুজাহিদ। 

অস্ট্রেলিয়া থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি বলেন, ‘১ অক্টোবর প্রথমবার আমার হোটেলে আসে রানা। আমরা বিকেএসপিতে এক ব্যাচের ছাত্র বলে বন্ধুত্ব ছিল। কিন্তু সে এসেই আমাকে জিজ্ঞেস করে, আমার মদ কোথায়। আমি তার কথায় গুরুত্ব দিইনি। তাই তাকে এড়িয়ে চলতে থাকি। পরে আমার কাছ থেকে সে (রানা) অর্থ দাবি করে। আমি না দেওয়ায় ক্ষমতাসীন দলের শক্তি দেখিয়ে সে আমাকে হত্যার হুমকি দেয়। যখন সে বুঝতে পারে আমি বাংলাদেশে বসবাস করি না, তখন আমার পরিবারকে হত্যার হুমকি দেয়। তাই আমি ফেডারেশনের মাধ্যমে সভাপতি ও বিমান বাহিনী প্রধানকে একটি অভিযোগপত্র দিয়েছি রানার বিরুদ্ধে।’

এ সময় তিনি আরও বলেন, ‘ঘটনার দিন দলের সহকারী ম্যানেজার শহিদুল্লাহ টিটু, মোহামেডনের আরিফুল হক প্রিন্স ও ফেডারেশনের সিনিয়র সহসভাপতি আবদুর রশিদ শিকদার উপস্থিত ছিলেন। পরে অবশ্য শিকদার ভাই গাড়িতে করে আমাকে হোটেলে পৌঁছে দেন এবং এ ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেন।’ 

তিনি যোগ করেন, ‘শুধু তাই নয়, রানা খেলার সময় দক্ষিণ কোরিয়ান কোচকেও টেন্ট থেকে বের করে দিয়েছে। যা বহির্বিশ্বে আমাদের হকি সম্পর্কে নেতিবাচক ধারণা তৈরি হতে পারে।’

একাধিক সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। তবে বারবার মুঠোফোনের তিনটি নম্বরে কল দিলেও ফোন ধরেননি মাহবুব এহসান রানা।

 

রুমেল খান

×