ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০১ মে ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২

আবাহনী-মোহামেডান লড়াইয়ে শিরোপার ফয়সালা

স্পোর্টস রিপোর্টার

প্রকাশিত: ০১:০২, ২৭ এপ্রিল ২০২৫

আবাহনী-মোহামেডান লড়াইয়ে শিরোপার ফয়সালা

গোলশূন্য ড্রয়ে শেষ হয় আবাহনী-মোহামেডানের হাইভোল্টেজ লড়াই

এক ম্যাচ হাতে রেখেই গত দুবারের চ্যাম্পিয়ন আবাহনী লিমিটেডের শিরোপা ধরে রাখার সুযোগ তৈরি হয়েছিল। কিন্তু ডিপিএলে শনিবার শ^াসরুদ্ধকর লড়াইয়ের পর মিরপুরে গাজি গ্রুপ ক্রিকেটার্সকে ৪ উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার আশা বাঁচিয়ে রেখেছে মোহামেডান স্পোর্টিং ক্লাবও। এদিন বিকেএসপির ৪ নম্বর মাঠে লিজেন্ডস অব রূপগঞ্জকে দাপটের সঙ্গে আগেভাগেই ৭ উইকেটে হারিয়ে দেয় আবাহনী।

পরে মোহামেডান একেবারে শেষ বলে জিতেছে। তাদের পয়েন্ট ২৪, আবাহনীর ২৬। মঙ্গলবার শেষ ম্যাচে দুই দল মুখোমুখি হবে। যে দল জিতবে তারাই হবে চ্যাম্পিয়ন। সুপার লিগের অপর ম্যাচে বিকেএসপির ৩ নম্বর মাঠে অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাব ১৩৭ রানের বড় ব্যবধানে বিধ্বস্ত করেছে গুলশান ক্রিকেট ক্লাবকে। 
অগ্রণী ব্যাংক আগে ব্যাট করে ৫০ ওভারে ৭ উইকেটে ৩৪০ রানের বড় সংগ্রহ পায়। ইমরান উজ্জামান ১০৮ বলে ১৭ চার, ২ ছক্কায় ১২৩, তাইবুর রহমান ৭৫ বলে ৫ চার, ১ ছক্কায় ৬০ ও প্রিতম কুমার ২৯ বলে ২ চার, ৫ ছক্কায় ৫৯ রান করেন। জবাবে ৪৬.৫ ওভারে ২০৩ রানে গুটিয়ে যায় গুলশান।

শাকিল হোসেন ৮৯ বলে ৪ চারে ৫৯ ও বল হাতে ২ উইকেট নেওয়া নিহাদ উজ্জামান ব্যাট হাতে ৭৩ বলে ৪ চার, ১ ছয়ে ৪৯ রান করেন। অন্য ম্যাচে লিজেন্ডস অব রূপগঞ্জ ৫০ ওভারে ৯ উইকেটে ২২৫ রান তোলে। মেহেদি মারুফ ৮৮ বলে ৫ চারে ৪৮ রান করেন। মোসাদ্দেক হোসেন সৈকত ৪১ রানে ৪টি উইকেট নেন। জবাবে আবাহনী ৩৭.৩ ওভারে ৩ উইকেটে ২২৬ রান তুলে সহজ জয় পায়। পারভেজ হোসেন ইমন ৮৪ বলে ৮ চার, ১ ছয়ে ৭৩ ও জিশান আলম ৬৯ বলে ৪ চার, ৪ ছক্কায় ৬৩ রান করেন।

মিরপুরে মোহামেডানের বিপক্ষে গাজি গ্রুপ ৪৯.৪ ওভারে ২৩৬ রানে গুটিয়ে যায়। জবাবে ওয়াসি সিদ্দিকীর লেগস্পিন ও শামীম মিয়ার বাঁহাতি স্পিনে নাজেহাল মোহামেডান ১৪৮ রানে ৫ উইকেট খুঁইয়ে বিপাকে পড়ে। রনি তালুকদার ৮৩ বলে ৭ চারে ৫৫ ও তাওহিদ হৃদয় ৫৪ বলে ৩ চারে ৩৭ রানে সাজঘরে ফেরেন। পরে মাহমুদুল্লাহ রিয়াদ ৬২ বলে ৫ চার, ১ ছয়ে ৪৯ ও সাইফ উদ্দিন ৫৫ বলে ২ চারে অপরাজিত ৩০ রান করলে জয় পায় মোহামেডান। শেষ বলে ১ রান নিয়ে ৫০ ওভারে ৬ উইকেটে ২৩৬ রান তুলে জয় পায় মোহামেডান।

×

শীর্ষ সংবাদ:

যেই সরকার জনগণের ভোটে নির্বাচিত হবে তারা জনগণের কাছে দায়বদ্ধ থাকবে: আমীর খসরু
জামায়াত নেতারা রাজাকার হলে পাকিস্তানে গাড়ি বাড়ি থাকতো : শামীম সাঈদী
এনসিপির সঙ্গে আমার ব্যক্তিগত সম্পৃক্ততা নেই- উমামা ফাতেমা
‘বাংলাদেশি’ সন্দেহে আটকদের অধিকাংশই ভারতীয় মুসলমান
ইয়েমেনে হামলা চালিয়েই সাগরে ডুবে গেল মার্কিন সর্বাধুনিক যুদ্ধবিমান
জামিন পেলেননা তারেক রহমানের খালাতো ভাই তুহিন
লন্ডনে আজ আর্সেনাল পিএসজি মহারণ
১৭ অভিনয়শিল্পীর নামে মামলা, তালিকায় আছেন নুসরাত ফারিয়া-অপু বিশ্বাস-ভাবনাসহ অনেকেই
১০০ টাকা মূল্যমানের প্রাইজবন্ডের ১১৯তম ড্র অনুষ্ঠিত হবে আগামীকাল
স্বর্ণের দাম, রেকর্ড উচ্চতা থেকে পতনের পথে
কুমিল্লায় পুলিশ-সেনাবাহিনীর চাকরির নামে প্রতারণা: দালালসহ ১৩ জন গ্রেফতার
১২ বছর বয়সী ছেলে শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে ৩ মাদ্রাসা শিক্ষক গ্রেফতার