
ঝড়ো ইনিংস খেলে মোহাম্মদ নবী।
এশিয়া কাপে শ্রীলঙ্কার বিপক্ষে নাটকীয়ভাবে হেরে গেল আফগানিস্তান। লঙ্কানদের দেওয়া ২৯২ রানের টার্গেট তারা করতে নেমে ৩৭.৪ বলে জয়ের জন্য মাত্র ২ রান বাকি থাকতেই সবকটি উইকেট হারিয়ে ফেলে আফগানরা।
লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন শ্রীলঙ্কার অধিনায়ক দাসুন শানাকা। প্রথমে ব্যাট করে ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে আফগানদের ২৯১ রান করে শ্রীলঙ্কা। জয়ের লক্ষ্যে আফগানদের দরকার ছিল ২৯২ রান। এমনকি, সুপার ফোরে যেতে আফগানদের ওই রান করতে হবে ৩৭.১ ওভারে।
জয়ের লক্ষ্যে ব্যাট করতে নামলে দলীয় ৫০ রানে ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে দলটি। কিন্তু ধীরে ধীরে লক্ষ্যে পৌছাঁতে থাকে আফগানরা। রহমত শাহ, নবী, শাহীদিসহ ব্যাটসম্যানরা খেলতে থাকেন ঝড়ো ইনিংস।
৩৭.১ ওভারের লক্ষ্যে জয়ের জন্য ৭ বলে দরকার ছিল ১৫ রান। কিন্তু ৭ বলে ১২ রান করায় টার্গেট পূরণ করতে পারেনি আফগানরা। কিন্তু ম্যাচে জয়ের জন্য হাতে ছিল আরো ১৩টি ওভার। কিন্তু সেটিও করতে পারেনি আফগানিস্তান। ফলে ২ উইকেটে নাভিশ্বাস জয় পায় শ্রীলঙ্কা।
এম হাসান