
লিটন দাস
বাংলাদেশ থেকে এবারই সর্বোচ্চ তিনজন ইন্ডিয়ান প্রিমিয়ার ক্রিকেট লিগে (আইপিএল) খেলার সুযোগ পেয়েছিলেন। মুস্তাফিজুর রহমান ইতোমধ্যে তার পুরনো ফ্রাঞ্চাইজি দিল্লি ক্যাপিট্যালসে যোগ দিয়েছেন। জাতীয় দলের খেলা থাকায় কলকাতা নাইট রাইডার্সে (কেকেআর) যুক্ত হতে পারেননি সাকিব আল হাসান ও প্রথমবার আইপিএল খেলার অপেক্ষায় থাকা লিটন দাস।
পারিবারিক কারণে আসর থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন সাকিব। আজ সন্ধ্যায় কেকেআর শিবিরে যোগ দিতে ভারতে উড়ে যাচ্ছেন লিটন দাস। আজ বিকাল ৪টায় গুজরাট টাইটান্সের বিপক্ষে লড়বে কেকেআর। লিটন যাওয়ার পর ১৪ এপ্রিল সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে খেলবে দলটি।