ঢাকা, বাংলাদেশ   রোববার ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১

জয়ের লক্ষ্যে ব্যাট করছে বাংলাদেশ

প্রকাশিত: ১৭:৪১, ৯ মার্চ ২০২৩

জয়ের লক্ষ্যে ব্যাট করছে বাংলাদেশ

ফাইল ছবি।

লিটন দাস ও রনি তালুকদারের ব্যাটে ইংলিশদের ভালোই জবাব দিচ্ছিল বাংলাদেশ। কিন্তু দলীয় ৩৩ রানে রনি ও ৪৩ রানে আউট হন লিটন দাস, তাতে কিছুটা হলেও ব্যাকফুটে চলে যায় টাইগারদের জয়ের স্বপ্ন।

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ৩৩ রানে উদ্বোধনী জুটি ভাঙে টাইগারদের। কার্যকরী এক ইনিংস খেলে আউট হন দীর্ঘদিন পর জাতীয় দলে সুযোগ পাওয়া রনি তালুকদার। আদিল রশিদের গুগলিতে আউট হওয়া রনি ১৪ বলে করেন ২১ রান। জফরা আর্চারের বাউন্সারে লিটন ক্যাচ দেন ক্রিস ওকসকে। ১০ বলে ১২ রান করেন বাংলাদেশ কিপার।

কিন্তু ঘুড়ে দাঁড়িয়েছে বাংলাদেশ। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৯ ওভার শেষে ২ উইকেট হারিয়ে ৯০ রান করেছে বাংলাদেশ। নাজমুল হোসেন শান্ত ও অভিষিক্ত তৌহিদ হৃদয় অপরাজিত থেকে ব্যাট করছেন।

বৃহস্পতিবার (৯ মার্চ) চট্টগ্রামের জহুর আহমেদ চোধুরী টস জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছিল বাংলাদেশ। ব্যাটিংয়ে নেমে ইংলিশ অধিনায়ক জস বাটলারের ৬৭, ফিল সল্টের ৩৮ ও বেন ডাকেটের ২০ রানে ভর করে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৫৬ রান সংগ্রহ করেছে ইংল্যান্ড।

বোলিংয়ে বাংলাদেশের পক্ষে ৪ ওভারে মাত্র ২৬ রান দিয়ে ২ উইকেট নিয়েছেন । 

এমএম

সম্পর্কিত বিষয়:

×