
আউট করার পর বাংলাদেশ দলের উল্লাস
ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে স্বাগতিক বাংলাদেশের বিপক্ষে ২১০ রানের টার্গেটে খেলতে নেমে ৬৫ রানে ৪ উইকেট হারিয়ে চাপে রয়েছে ইংল্যান্ড।
ব্যাটিংয়ে নেমে প্রথম ওভারে সাকিব আল হাসানের বলে ক্যাচ তুলে দেন জেসন রয়। পরে দলীয় ৩২ রানে তাইজুলের ঘূর্ণিতে বোল্ড আউট হন ফিল সল্ট। তিনি করেন ১২ রান। এরপর দলীয় ৪৫ রানের মাথায় ব্যক্তিগত ৬ রান করে তাইজুলের ঘূর্ণিতে ফিরে যান জেমস ভিনস।
ইংল্যান্ডকে চাপ মুক্ত করতে অধিনায়ক জস বাটলার নামলে তিনিও ব্যর্থ হন। তাকে ব্যক্তিগত ৯ রানে সাজ ঘরে পাঠিয়ে দেন পেসার তাসকিন।
শেষ খবর পর্যন্ত ইংল্যান্ডের সংগ্রহ দাঁড়িয়েছে ৪ উইকেট হারিয়ে ১৬ ওভারে ৬৬ রান। ক্রিজে আছেন ডেভিড মালান ও উইল জ্যাকস।
এর আগে প্রথমে ব্যাটিংয়ে নেমে ২০৯ রানে অলআউট হয় বাংলাদেশ। এই পুঁজি নিয়ে ইংল্যান্ডের মতো দলের বিপক্ষে জিততে হলে বোলারদের অবিশ্বাস্য কিছু করতে হবে।
এমএইচ