
সাজঘরে ফিরছেন মুশফিক। ছবি: ইএসপিএন
বড় পুঁজি দাঁড় করাতে পারেনি বাংলাদেশ। ব্যাটিং ব্যর্থতার দিনে ৪৭.২ ওভারে টাইগাররা সংগ্রহ করেছে ২০৯ রান।
ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন অধিনায়ক তামিম ইকবাল। বুধবার (২৮ ফেব্রুয়ারি) মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে শুরুতেই দুই উইকেট হারায় টাইগাররা। এরপর একে একে আরও ছয়টি উইকেট হারায় দলটি।
নতুন নামা আফিফ হোসেন চাপে থাকা দলকে উদ্ধার করতে পারেননি। বরং অভিষিক্ত উইল জ্যাকসের বলে বাজে শটে ক্যাচ দিয়ে দলের বিপদ আরও বাড়িয়েছেন। ফেরার আগে ১২ বলে ৯ রান করেছেন। মেহেদী হাসান মিরাজ স্কোর বোর্ডে যোগ করেছেন ৭ রান। মাহমুদউল্লাহও ইনিংস বড় করতে পারেন নি। ৪৮ বলে তিন চারে করেন ৩১ রান। তবে সবাইকে ছাপিয়ে যান নাজমুল হাসান শান্ত। ছয় চারে নিজের নামে পাশে লেখান ৫৮ রান।
এর আগে ২৩ রানে বোল্ড আউট হয়ে সাজঘরে ফিরে যান অধিনায়ক তামিম ইকবাল। আরেক ওপেনার লিটন দাসকে ৭ রানে ফেরান ক্রিস ওকস।
পাওয়ার প্লের শেষ ওভার আক্রমণে এসেই ইংল্যান্ডকে সাফল্য এনে দিলেন উড। এই পেসারের ১৪৭ কিলোমিটার গতির তৃতীয় বলটি হুট করে লাফিয়ে ভেতরে ঢোকে। তামিম যেন বুঝতেই পারলেন না বল। তার কনুইয়ে লেগে আঘাত হানে স্টাম্পে। আরেক ওপেনার লিটন দাসকে আগেই হারায় বাংলাদেশ। ক্রিস ওকসের বলে এলবিডব্লিউ হয়ে ফেরেন তিনি।
শেষ দিকে তাসকিন আহমেদ ১৪, তাইজুল ইসলাম ১০ রানে সাজঘরে ফিরেন। অতিরিক্ত থেকে আসে ২৬ রান।
ইংল্যান্ডের হয়ে দুইটি করে উইকেট তুলে নেন জোফরা আর্চার, মার্ক উড, মঈন আলী ও আদিল রশিদ।
এসআর