
দুর্দান্ত ইনিংস খেলেন রংপুরের শামীম হোসাইন
রংপুর রাইডার্সের কাছে ৪ উইকেটে হেরে বিপিএল এর এবারের আসর থেকে বিদায় নিয়েছে সাকিব আল হাসানের ফরচুন বরিশাল।
টস জিতে ফরচুন বরিশালকে ব্যাটিংয়ে পাঠায় রংপুরের অধিনায়ক নুরুল হাসান সোহান। শুরু থেকেই বরিশালের ব্যাটাররা ভালো খেলতে থাকেন। মেহেদী হাসান মিরাজের ৬৯ রানের ওপর ভর করে ৩ উইকেট হারিয়ে বরিশালের সংগ্রহ দাঁড়ায় ১৭০ রান।
১৭১ রানের টার্গেটে ব্যাটিংয়ে নামলে প্রথম ওভারেই উইকেট হারায় রংপুর। কিন্তু এরপর ঘুরে দাঁড়ায় দলটি। শামীম হোসাইন খেলেন দুর্দান্ত ইনিংস। করেন ৫১ বলে ৭১ রান। ফলে ৪ উইকেট ও ৩ বল বাকি থাকতেই জয়ের বন্দরে পৌঁছে যায় রংপুর।
এ দিকে, বরিশালকে বিদায় করলেও রংপুরের ফাইনাল নিশ্চিত নয়। রংপুরকে এখন অপেক্ষায় থাকতে হবে প্রথম কোয়ালিফায়ারে কুমিল্লা এবং সিলেটের মধ্যকার ম্যাচে পরাজিত দলের। রংপুর এবং ওই পরাজিত দল মিলে খেলবে কোয়ালিফায়ার-২। জয় পাওয়া রংপুর প্রথম কোয়ালিফায়ারের পরাজিত দলের মুখোমুখি হবে আগামী ১৪ ফেব্রুয়ারি।
এমএইচ