ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৩ মে ২০২৫, ৩০ বৈশাখ ১৪৩২

বিপিএল

ক্রিকেট খেলা উপভোগ করতে মাঠে সুবিধাবঞ্চিত শিশুরা

প্রকাশিত: ২১:০১, ৯ ফেব্রুয়ারি ২০২৩

ক্রিকেট খেলা উপভোগ করতে মাঠে সুবিধাবঞ্চিত শিশুরা

সুবিধাবঞ্চিত শিশুরা

বাংলাদেশ প্রিমিয়ার লীগের ক্রিকেট খেলা উপভোগ করলো কেকে ফাউন্ডেশনের আশ্রয়কেন্দ্র 'জয় সকল শিশু'র সুবিধাবঞ্চিত শিশুরা।

বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) বিপিএলে সিলেট স্টাইকার্সের একটি খেলা উপভোগ করে আশ্রয়কেন্দ্রের ৮০ জন শিশু। গ্যালারিতে থাকা কোন শিশুর হাতে মাশরাফির নাম লেখা। ছোট ছোট এসব শিশুদের চোখে মুখে ছিল তারার ছটা। ভালোবাসার অণূরণন। প্রথমবারের মতো দেশের তারকা ক্রিকেটারদের খেলা সরাসরি দেখতে পাওয়ার আনন্দ।

এই ব্যতিক্রমী উদ্যোগ প্রসঙ্গে এক্স সিরামিকসের ব্যবস্থাপনা পরিচালক মাহিন মাজহার বলেন, সরাসরি মাঠে বসে ক্রিকেট উপভোগ করার মাধ্যমে সুবিধাবঞ্চিত শিশুরা জীবনে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা পাবে।

তিনি বলেন, এই শিশুরাই গড়বে আগামীর বাংলাদেশ। এসডিজি লক্ষ্যমাত্রা অনুযায়ী আমরা বিশ্বাস করি কাউকে পেছনে ফেলে নয়, সকল শিশুকে সমান সুযোগে বেড়ে ওঠা নিশ্চিতেই সামাজিক কার্যক্রম পরিচালনা করছে কেকে ফাউন্ডেশন। এক্স সিরামিকস এই উদ্যোগের সঙ্গে থাকতে পেরে আনন্দিত।

দেশের সুবিধাবঞ্চিত মানুষের জীবনমান উন্নয়নে দাতব্য সংস্থা হিসেবে ২০১১ সাল থেকে কার্যক্রম পরিচালনা করে আসছে কেকে ফাউন্ডেশন। এর অন্যতম উদ্যোগ হলো শিশুদের শেল্টার হোমস, জয় সকল শিশুর।

 

 

এমএস

সম্পর্কিত বিষয়:

×