ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

টি-টোয়েন্টিতে 

অস্ট্রেলিয়ার ম্যাকগ্রা বর্ষসেরা নারী ক্রিকেটার 

প্রকাশিত: ২১:৩৬, ২৫ জানুয়ারি ২০২৩

অস্ট্রেলিয়ার ম্যাকগ্রা বর্ষসেরা নারী ক্রিকেটার 

ম্যাকগ্রা

অস্ট্রেলিয়ার অলরাউন্ডার তাহলিয়া ম্যাকগ্রা আইসিসির বর্ষসেরা টি-টোয়েন্টি নারী ক্রিকেটারের পুরস্কার জিতেছেন। ভারতীয় ব্যাটার স্মৃতি মান্ধানা, পাকিস্তানের অলরাউন্ডার নিদা দার ও নিউজিল্যান্ডের অলরাউন্ডার সোফি ডিভাইনকে পেছনে ফেলে তিনি এই খেতাব জিতেন।
 
বুধবার (২৫ জানুয়ারি) ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি এই সংস্করণে বর্ষসেরা নারী ক্রিকেটার হিসেবে ম্যাকগ্রার নাম ঘোষণা করেন। ২০২২ সালে ব্যাটে-বলে দারুণ উজ্জ্বল পারফরম্যান্সে এই পুরস্কার বাগিয়ে নেন ২৭ বছর বয়সী নারী এই ক্রিকেটার।

গতবছর টি-টোয়েন্টিতে ১৬ ম্যাচ খেলে ৬২.১৪ গড়ে ৪৩৫ রান করেন ম্যাকগ্রা। ইংল্যান্ডের বিপক্ষে বছরের শুরুতে ৪৯ বলে অপরাজিত ৯১ রানের ক্যারিয়ারের সর্বোচ্চ অপরাজিত ইনিংস খেলেন তিনি। এছাড়া পেস বোলিংয়ে ১৩ উইকেট নেন তিনি। এই সময় তার বোলিং গড় ছিল ১২.৮৪। ওভারপ্রতি রান দেন ৬.৯৫।

 আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্যারিয়ার খুব বেশি দীর্ঘ নয় ম্যাকগ্রার। ২০২১ সালের অক্টোবরে এই সংস্করণে অভিষেক তার। আর পরের বছরই অসাধারণ পারফরম্যান্স করে জিতে নিলেন তিনি বর্ষসেরার সম্মাননা।

 

এমএস

সম্পর্কিত বিষয়:

×