
স্পোর্টস রিপোর্টার ॥ ঢাকার পল্টনের কাবাডি স্টেডিয়ামে চলমান প্রিমিয়ার ডিভিশন কাবাডি লিগের সোমবারের খেলায় বাংলাদেশ নৌ বাহিনী ৬৯-৩৩ পয়েন্টে মাতুয়াইল মিলন স্মৃতি সংসদকে, স্টার স্পোর্টস ৬৮-২১ পয়েন্টে শহীদ মোজাফফর স্মৃতি সংসদকে এবং মানিকনগর কাবাডি ক্লাব ৬৭-২৯ পয়েন্টে ইনস্টিটিউট অব কাবাডিকে হারায়।