ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

উদ্যোক্তা থেকে ফ্রিল্যান্সার

এন আই বুলবুল

প্রকাশিত: ০১:৪৮, ২০ আগস্ট ২০২২

উদ্যোক্তা থেকে ফ্রিল্যান্সার

উদ্যোক্তা থেকে ফ্রিল্যান্সার

মানুষ তার স্বপ্নের সমান বড়আর তাই শুধু স্বপ্ন বুনলেই হবে না, এজন্য কঠোর পরিশ্রম প্রয়োজনতবেই কেউ তার লক্ষ্যে পৌঁছাতে পারবেস্বপ্ন আর পরিশ্রম; এই দুটো শব্দকে এক করে নিজেকে সফল হিসেবে প্রতিষ্ঠা করেছেন শুভ আহমেদপ্রত্যেকেরই স্বপ্ন থাকে গ্র্যাজুয়েশন শেষ করার পর চাকরি করারকিন্তু তিনি হেঁটেছেন ভিন্ন পথে

কম্পিউটার সায়েন্স এ্যান্ড ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা শেষ করে ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করতে শুরু করেন৫ বছরের ক্যারিয়ারে তিনি এখন ডিজিটাল মার্কেটিংয়ে বিশেষজ্ঞ হয়ে উঠেছেনএরমধ্যে প্রতিষ্ঠা করেছেন এসআর ড্রিম আইটি, যেখানে ফ্রিল্যান্সিং থেকে শুরু ডিজিটাল মার্কেটিংয়ের সবকিছুই শেখানো হয়প্রতিষ্ঠানটি কিছুদিন আগে তৃতীয় বছরে পদার্পণ করেএরমধ্যে প্রশিক্ষণ দিয়েছেন তিন হাজারেরও বেশি শিক্ষার্থীকে এবং তারা এ মাধ্যমে ৩ লাখ ডলারেরও বেশি আয় করতে সক্ষম হয়েছেনতার এই সাফল্য এতটাও সহজ ছিল না

নিজে সফল হওয়ার পর তিনি সিদ্ধান্ত নেন কিভাবে ফ্রিল্যান্সিং এবং ডিজিটাল মার্কেটিং করে স্বাবলম্বী হওয়া যায় তা অন্যদের শেখাবেনতিনি মাত্র ১৩ জন ছাত্রের সঙ্গে এস আর ড্রিম আইটি শুরু করেছিলেন এবং দুই বছরের যাত্রার পর আজ তিনি তিন হাজারেরও বেশি ছাত্রদের প্রশিক্ষণ দিয়েছেনএবং বেশিরভাগ শিক্ষার্থীই মার্কেট প্লেস এবং অন্যান্য ক্ষেত্রে একজন সফল ফ্রিল্যান্সার হিসাবে কাজ করছেতিনি এবং তার ইনস্টিটিউট শুধুমাত্র শিক্ষার্থীদের প্রশিক্ষণই দেন না বরং তাদের উপার্জনের সুযোগও দেন

অনেক ছাত্র তার ইনস্টিটিউটে কাজের সুযোগ পেয়েছিল এবং আজ তারা ঘরে বসে প্রচুর পরিমাণে উপার্জন করছেতিনি লার্নিং এ্যান্ড আর্নিং ডেভেলপমেন্ট প্রজেক্টে (খঊউচ) ডিজিটাল মার্কেটিং প্রশিক্ষক হিসেবে প্রশিক্ষণ নিয়েছেন যা আইসিটি মন্ত্রণালয় বাংলাদেশের অধীনেএছাড়াও তিনি বর্তমানে ডিজিটাল মার্কেটিং বিষয়ে গেস্ট লেকচারার হিসেবে নিযুক্ত রয়েছেন আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশেইতোমধ্যে তিনি আন্তর্জাতিক ছাত্রদের প্রশিক্ষণ দিয়েছেন

এসআর ড্রিম আইটি ভারত, পাকিস্তান, মার্কিন যুক্তরাষ্ট্র এবং অন্যান্য স্থান থেকে শিক্ষার্থীদের প্রশিক্ষণ দিয়েছেএকজন ফ্রিল্যান্সার থেকে তিনি আজ একজন সফল উদ্যোক্তাশুভ আহমেদ বলেন, ‘আমার স্বপ্ন ছিল এমন একটি প্লাটফর্ম তৈরি করার, যেখানে সবাই সব থেকে কম মূল্যে সব থেকে বেশি স্কিল ডেভেলপ করে নিজেকে একজন প্রফেশনাল ফ্রিল্যান্সার দাবি করতে পারবে

 

×