ঢাকা, বাংলাদেশ   শনিবার ১৪ জুন ২০২৫, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩২

রক্ত ঝরায়া পতিত ফ্যাসিস্ট আসিফদের থামাতে পারে নাই: হাসনাত

প্রকাশিত: ২০:৩০, ১৯ মে ২০২৫

রক্ত ঝরায়া পতিত ফ্যাসিস্ট আসিফদের থামাতে পারে নাই: হাসনাত

ছ‌বি: সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন, “আসিফ মাহমুদের রক্তঝরা আন্দোলনের ইতিহাস আছে। আছে স্বৈরাচারের বিরুদ্ধে গর্জে ওঠা স্লোগান, আছে ফ্যাসিবাদের পতনের বীরোচিত অধ্যায়। দেশের প্রয়োজনে তিনি আবারও রাজপথে নামবেন, আবারও স্লোগানে কণ্ঠ মিলাবেন।”

তিনি আরও বলেন, “তাকে অপমান করবেন না, অন্যায় চাপিয়ে দেবেন না, অবিচার করবেন না। ইতিহাস সাক্ষ্য দেয়, রক্ত ঝরিয়েও পতিত ফ্যাসিবাদ আসিফদের থামাতে পারেনি। এখনো যদি কেউ অপরাজনীতি করতে চায়, তাদের সেই চেষ্টা ব্যর্থ হবে।”

হাসনাত আবদুল্লাহ আহ্বান জানান, “একজন সংগ্রামী মানুষকে অসম্মান করে নয়, বরং তার অবদানকে মূল্যায়ন করেই সামনে এগিয়ে যেতে হবে।”

×