
ছবি: সংগৃহীত
ভারত ও পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ফোনে কথা বলেছেন সংযুক্ত আরব আমিরাতের শীর্ষ কূটনীতিক শেখ আবদুল্লাহ বিন জায়েদ আল নাহিয়ান।
তিনি ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুব্রহ্মণ্যম জয়শঙ্কর ও পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক ডার-এর সঙ্গে আলাপে দুই দেশের মধ্যে সদ্য ঘোষিত যুদ্ধবিরতি চুক্তিকে ‘বিবেচনার ফল’ হিসেবে অভিহিত করেন।
আমিরাতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, দুই পক্ষের এই সিদ্ধান্ত দক্ষিণ এশিয়ায় স্থিতিশীলতা ও নিরাপত্তায় ইতিবাচক প্রভাব ফেলবে এবং তা দুই দেশের জনগণেরও মঙ্গল বয়ে আনবে।
ভারত ও পাকিস্তান উভয়ের সঙ্গেই ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে সংযুক্ত আরব আমিরাতের। দেশটি উভয় দেশের লাখো অভিবাসী কর্মীর গন্তব্য বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়।
এই উদ্যোগ আমিরাতের দক্ষিণ এশিয়ার শান্তি প্রচেষ্টার অংশ হিসেবে দেখা হচ্ছে।
এসএফ