
ছবি: সংগৃহীত
শুক্রবার (২৫ এপ্রিল) দুপুরে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম বলেছেন, বিএনপির জন্মই হয়েছিল ভারতীয় আধিপত্যবাদের হাত থেকে বাংলাদেশকে রক্ষা করার জন্য, আমার টুপি-দাড়ি, আমার ধর্মকে রক্ষা করার জন্য।
শুক্রবার সিরাজগঞ্জের কাজিপুর উপজেলা বিএনপির জনসভায় প্রধান বক্তার বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বিএনপি নেতা আব্দুস সালাম আরও বলেন, ‘বিএনপির জন্মই হয়েছিল স্বাধীনতার ঘোষণার মধ্য দিয়ে, ৭ নভেম্বর আবার স্বাধীনতাকে রক্ষা করার মধ্য দিয়ে।’
‘যারা নির্বাচনকে পেছাতে চায়, তারা বেগম খালেদা জিয়া ও তারেক রহমানকে ভয় পায়’ জানিয়ে তিনি বলেন, ‘এখনো যারা নির্বাচন পেছাতে চান, তাদের উদ্দেশে বলতে চাই, কেন পিছাইতে চান? বিএনপিকে মানুষ ভোট দিবে এটার জন্য? বিএনপিরে ভয় পান কেন?’
এছাড়া, দেশের মানুষকে যদি রক্ষা করতে হয়, বিএনপি ছাড়া কোনো বিকল্প নেই বলে জানান বিএনপি নেতা আব্দুস সালাম।
সূত্র: https://www.youtube.com/watch?v=dN5a5vKu_Y4
রাকিব