
ছবি: সংগৃহীত
“বাংলাদেশের জনগণের ম্যান্ডেট ছাড়া কোনও সংস্কার করার ক্ষমতা অন্তর্বর্তীকালীন সরকারের নাই”- বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) লক্ষ্মীপুরে দলীয় সমাবেশে এই মন্তব্য করেন তিনি।
আমির খসরু বলেন, “আগামী দিনে বাংলাদেশের জনগণের ম্যান্ডেট ছাড়া, অন্তর্বর্তীকালীন সরকারের কোনও ক্ষমতা নাই। বাংলাদেশের জনগণের ম্যান্ডেট ছাড়া বাংলাদেশের মানুষের জন্য কোনও সংস্কার করার ম্যান্ডেট তাদের নাই। তাদের ক্ষমতা শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালানোর পর থেকে নির্বাচন পর্যন্ত, বাংলাদেশকে একটি সুস্থ নির্বাচনের দিকে নিয়ে গিয়ে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করা। তাদের আর কোনও ক্ষমতা নাই।”
তিনি আরও বলেন, “যারা এসব বলছে, আসলে তাদের উদ্দেশ্য বাংলাদেশের নির্বাচন প্রক্রিয়া পিছিয়ে দেওয়া। তারা মনে করছে তারা বর্তমানে খুব ভালো অবস্থানে আছে, তাদের গণতন্ত্রের প্রয়োজন নাই। আসলে তাদের সংস্কারেরও প্রয়োজন নাই। বাংলাদেশ আজকে যেখানে দাঁড়িয়ে আছে, সবগুলো বিএনপির করা সংস্কারের মাধ্যমে।”
সমাবেশে বক্তব্যে বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, “বিএনপি গত ১৬ বছর আন্দোলন সংগ্রাম করেছে। ৬০ লক্ষ নেতাকর্মী আজকে মিথ্যা মামলার সামনে দাঁড়িয়ে আছে। হাজার হাজার নেতাকর্মী গুম-খুনের শিকার হয়েছে। পুলিশের হেফাজতে, জেলখানায় চিকিৎসা না পেয়ে মৃত্যুবরণ করেছে। আমাদের লক্ষ লক্ষ নেতাকর্মী জ্বলে পুড়ে দামী সোনায় পরিণত হয়েছে। এদেরকে রুখে দেওয়ার কারও কোনও সাহস নাই। কারো কিছু করার সুযোগ নাই।”
তিনি আরও বলেন, “আজকে বাংলাদেশের প্রতিটি মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগ করার অপেক্ষায় আছে। যুবসমাজ যারা গত তিনটি নির্বাচনে ভোট দিতে পারেন নাই, তারা নির্বাচনের অপেক্ষা করছেন।”
এমটি