ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ০৯ মে ২০২৫, ২৬ বৈশাখ ১৪৩২

বাকেরগঞ্জে নৌকার প্রার্থীর বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ

নিজস্ব সংবাদদাতা, বাকেরগঞ্জ, বরিশাল

প্রকাশিত: ২১:৫৮, ৭ ডিসেম্বর ২০২৩; আপডেট: ২২:০২, ৭ ডিসেম্বর ২০২৩

বাকেরগঞ্জে নৌকার প্রার্থীর বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ

শোডাউন সমাবেশ ও গণসংযোগ করে ভোট চাইছেন নৌকা প্রতীকের মনোনীত প্রার্থী

বাকেরগঞ্জ-৬ আসনে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে সভা-মিছিল-মিটিং ও বিশাল শোডাউন সমাবেশ ও গণসংযোগ করে ভোট চাইছেন নৌকা প্রতীকের মনোনীত প্রার্থী মেজর জেনারেল (অবঃ) আব্দুল হাফিজ মল্লিক। যাহা নির্বাচনী ৭ (ক) এর আচরণবিধি লঙ্ঘন। 

নির্বাচনী আচরনবিধি ১১(ক)উল্লেখ আছে নির্বাচন পূর্বসময়ে কোন ধরনের নির্বাচন মিছিল মিটিং ও শোডাউন করা যাবেনা। নির্বাচন কমিশনের বিধি মোতাবেক প্রতীক পাওয়ার আগে প্রচারণা চালানো নিষিদ্ধ। নির্বাচনী প্রতীক পাওয়ার পরেই আনুষ্ঠানিকভাবে আরম্ভ হবে প্রচার প্রচারণা। 

অথচ নমিনেশন ফরম দাখিল করার দিন থেকেই  আওয়ামী লীগ প্রার্থী মেজর জেনারেল (অবঃ) আব্দুল হাফিজ মল্লিক নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে সভা-মিছিল-মিটিং ও বিশাল শোডাউন সমাবেশ করে চালিয়ে যাচ্ছেন প্রচার প্রচারণা। তার পক্ষে প্রতিদিন ‘বিজয়ের মালা আনবো, ৭ তারিখ নৌকা মার্কায় ভোট দিতে ভোট কেন্দ্রে যাবো’ স্লোল গান দিয়ে নৌকার শোডাউন করা প্রতিদিন।

নমিনেশন ফরম দাখিল থেকে শুরু করে প্রতিদিন সকাল থেকে গভীর রাত পর্যন্ত বাকেরগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়নে স্লোগান দিয়ে নৌকার শোডাউন করে যাচ্ছেন তারা। ৭ ডিসেম্বর ৪নং দুধাল ইউনিয়নের চাটরা বাজারে নির্বাচনী সমাবেশ ও গণসংযোগ করেন নৌকা প্রতীকের প্রার্থী আব্দুল হাফিজ মল্লিক। 

একই দিনে তিনি উপজেলার ৩নং দাড়িয়াল ইউনিয়নের শর্শী বাজারে নির্বাচনী প্রচারণা শেষে সাধারণ মানুষের কাছে ভোট প্রার্থনা করেন। ২টি ইউনিয়নে গতকাল সকাল থেকে গভীর রাত পর্যন্ত পৃথক পৃথক স্থানে নৌকার প্রার্থী হাফিজ মল্লিক নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে সভা ও গণসংযোগ করে ভোট চেয়েছেন।

একই সাথে সভায় জাতীয় পার্টির মনোনিত প্রার্থীকে ইঙ্গিত করে বিভিন্ন আক্রমনাত্নক ও ক্ষ্যাপা আচরণ দেখান তিনি। শর্শী বাজারে নির্বাচনী জনসভা শেষে আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের শতাধিক নেতা কর্মীকে সঙ্গে নিয়ে নৌকা মার্কার পক্ষে স্লোগান দিয়ে মিছিল করেন নৌকা প্রতীকের মনোনিত প্রার্থী মেজর জেনারেল (অবঃ) আব্দুল হাফিজ মল্লিক।

জাতীয় পার্টির মনোনিত প্রার্থী বেগম নাসরিন জাহান রত্না আমিন বলেন, আওয়ামী লীগের প্রার্থী মেজর জেনারেল (অবঃ) আব্দুল হাফিজ মল্লিক নির্বাচনী আচরণবিধি মানছেন না। প্রায় প্রতিদিনই তিনি কোন কোন ইউনিয়নে গিয়ে  নৌকার পক্ষে প্রকাশ্যে মিছিল, শোডাউন, সমাবেশ ও গণসংযোগ করে যাচ্ছেন। কিন্তু নির্বাচনী দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা কোনো ব্যবস্থা নিচ্ছেন না। 

সবার চোখের সামনেই এসব অনিয়ম হচ্ছে। প্রশাসন পক্ষপাতমূলক আচরণ করছে। তার বিরুদ্ধে কমিশনের কর্মকর্তাদের কাছে মৌখিক অভিযোগ দিয়েও কোনো প্রতিকার পাওয়া যাচ্ছে না। 

সহকারী রিটার্নিং কর্মকর্তা ও বাকেরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সজল চন্দ্র শীল জানান, যদি কোন প্রার্থী নির্বাচনী আচরণবিধির লঙ্ঘণ করে তাদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে। 

বরিশালের রিটার্নিং কর্মকর্তা ও বরিশাল জেলা প্রশাসক মো. শহিদুল ইসলামের নাম্বারে একাধিকবার কল করা হলে তিনি রিসিভ করেন নি। 

অভিযুক্ত নৌকা প্রতীকের মনোনিত প্রার্থী মেজর জেনারেল (অবঃ) আব্দুল হাফিজ মল্লিকের নাম্বারে কল করা হলে তা বন্ধ পাওয়া যায়।

এসআর

×