ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বিএনপি নির্বাচনকে ভয় পেয়ে ষড়যন্ত্র শুরু করেছে: তোফায়েল

নিজস্ব সংবাদদাতা, ভোলা 

প্রকাশিত: ১৭:৩৮, ১৬ মে ২০২৩

বিএনপি নির্বাচনকে ভয় পেয়ে ষড়যন্ত্র শুরু করেছে: তোফায়েল

তোফায়েল আহমেদ

আওয়ামী লীগের উপদেষ্ট পরিষদের সদস্য, সাবেক বাণিজ্য মন্ত্রী ও ভোলা-১ আসনের সংসদ সদস্য তোফায়েল আহমেদ বলেছেন, বিএনপি নির্বাচনকে ভয় পেয়ে নির্বাচনে না আসার জন্য ষড়যন্ত্র শুরু করেছে। কিন্তু সংসদ নির্বাচন হবেই কেউ নির্বাচন ঠেকিয়ে রাখতে পারবে না। 

মঙ্গলবার (১৬ মে) দুপুরে ভোলা শহরে গাজিপুর রোডস্থ নিজ বাস ভবনের হলরুমে ভোলা পৌর আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তোফায়েল আহমেদ এসব কথা বলেন।

আওয়ামী লীগের প্রবীন নেতা আরো বলেন, ‘বিএনপি বক্তব্যের সুযোগ পেলে, মাইক পেলে, আওয়ামী লীগের সমলোচনা করেন। অথচ তারা দেখেনা আওয়ামী লীগের শাসন আমলে দেশের কত উন্নতি হয়েছে। আন্তজার্তিক বিশ্বে কতো মর্যাদা অর্জন করেছে এই আওয়ামী লীগ। বিএনপি ষড়যন্ত্র অতীতে করেছে, আবারও করবে। তাই সকলকে সর্তক থেকে ঐক্যবদ্ধভাবে আপনাদের কাজ করতে হবে।’ 

তিনি বলেন, ‘আমাদের মূল শক্তিই হলো ঐক্য। সেই লক্ষ নিয়ে নেতাকর্মীদের কাজ করতে হবে।ভোলা-বরিশাল ব্রীজ হবেই হবে।’ 

ভোলা পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলী নেওয়াজ পলাশের সঞ্চালনায় ভোলা পৌর আওয়ামী লীগের সভাপতি মো. নাজিবুল্লাহ নাজুর সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন, ভোলা জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আব্দুল মমিন টুলু, তোফায়েল আহমেদের মেয়ে ডা. তাসলিমা আহমেদ মুন্নী, ভোলা পৌর মেয়র মো. মনিরুজ্জামান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মইনুল হোসেন বিপ্লব জেলা আওয়ামী লীগের যুগ্ন সম্পাদক জহিরুল ইসলাম নকীব, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম গোলদার, পৌর আওয়ামী লীগের সাধারন সাধারণ সম্পাদক আলী নেওয়াজ পলাশসহ অন্যান্যরা।

এমএইচ

সম্পর্কিত বিষয়:

×