ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ০৯ মে ২০২৫, ২৬ বৈশাখ ১৪৩২

‘জাকের পার্টি ছাড়া গণঅভ্যুথান ও ক্ষমতায় থাকা অসম্ভব’

প্রকাশিত: ১৯:৩৪, ২২ ফেব্রুয়ারি ২০২৩

‘জাকের পার্টি ছাড়া গণঅভ্যুথান ও ক্ষমতায় থাকা অসম্ভব’

বক্তব্য দিচ্ছেন জাকের পার্টির চেয়ারম্যান মোস্তফা আমীর ফয়সল

জাকের পার্টির চেয়ারম্যান মোস্তফা আমীর ফয়সল বলেছেন, জাকের পার্টি একটি ত্যাগী দল। জাকের পার্টি ছাড়া আন্দোলন করে গণঅভ্যুথান সম্ভব নয়। একইভাবে জাকের পার্টির সাহায্য ছাড়া ক্ষমতায় থাকাও সম্ভব নয়।  আজ জাতীয় নির্বাচন পন্ড করার গভীর ষড়যন্ত্র হচ্ছে। সকল ষড়যন্ত্র প্রতিহত করে জাকের পার্টি আগামী শান্তিপূর্ণ জাতীয় নির্বাচনে অবশ্যই অংশগ্রহণ করবে, ইনশাল্লাহ। 

শেরপুরের পাকুড়িয়ায় বিশ্বওলীর আর্বিভাব মঞ্জিলে জাকের পার্টি আয়োজিত বিশ্ব ইসলামী মহা সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জাকের পার্টির প্রতিষ্ঠাতা হযরত মাওলানা শাহ্সূফী খাজা ফরিদপুরী (র.) ছাহেবের পবিত্র ওফাত স্মরণে আয়োজিত বিশ্ব ইসলামী মহা সম্মেলনে বিশেষ অতিথির বক্তৃতা করেন জাকের পার্টির সিনিয়র ভাইস চেয়ারম্যান ড. সায়েম আমীর ফয়সল। এ ছাড়া মহা সম্মেলনে জাকের পার্টির মহা সচিব শামীম হায়দার প্রমুখ বক্তব্য রাখেন।

জাকের পার্টি চেয়ারম্যান বলেন, আমরা দেশে স্থিতিশীলতা চাই। দেশে কোনোভাবেই অস্থিতিশীলতা সৃষ্টি করতে দেবে না জাকের পার্টি। জাকের পার্টির কোনো বিকল্প নেই। দেশের উপর অনাকাঙ্খিত  কোনো বিপর্যয়, মহা দুর্যোগ নেমে আসলে জাকের পার্টি জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলের পাশে দাঁড়াবে। সকলকে রক্ষা করবে।

মোস্তফা আমীর বলেন, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও অখন্ডতার উপর যদি  আঘাত আসে, তাহলে দেশ রক্ষায় জাকের পার্টির সর্বস্তরের নেতাকর্মীগণকে ঝাঁপিয়ে পড়তে হবে। 

জাকের পার্টির চেয়ারম্যান বলেন, বিশ্ব অর্থনীতির চরম সংকটের মুখেও বাংলাদেশে বর্তমান সরকার অত্যন্ত দক্ষ পরিচালনার মাধ্যমে অর্থনীতির গতি বজায় রেখে চলেছে। সময় না আসা পর্যন্ত পরিস্থিতি সামাল দিয়ে বর্তমান সরকারই ক্ষমতায় থাকুক। বাকিদের ব্যাপারে বলার কিছু নাই। তাদের দেখেছি। 

মোস্তফা আমীর ফয়সল জনগণের প্রতি আহ্বান জানিয়ে বলেন, সব ছেড়ে দিয়ে অনতিবিলম্বে জাকের পার্টির পতাকাতলে আসুন। ত্যাগী, নির্লোভ নেতৃত্বের দল হলো জাকের পার্টি। জাকের পার্টির বিজয় কেউ আটকে রাখতে পারবে না। মুসলিম বিশ্বকে পথ দেখাবে জাকের পার্টি। জাকের পার্টির কাছ থেকে ইসলাম শিখতে হবে। ভাগ্য বিড়ম্বিত সকলকে বুকে তুলে নিবে জাকের পার্টি। 

মোস্তফা আমীর ফয়সল সতর্কবাণী উচ্চারণ করে বলেন, বিশ্ব সভ্যতা ধ্বংসের মুখে। মহা বিপর্যয় সামনে। বিশ্ব ব্যবস্থা ভেঙে পড়েছে। যে পরিস্থিতি তৈরি হচ্ছে তাতে করে পৃথিবীতে কত মানুষ থাকবে আল্লাহ পাকই ভালো জানেন। আজ কৃত্রিমভাবে ভূমিকম্প, সুনামী ঘটানোর প্রযুক্তি তৈরি হয়েছে। 

জাকের পার্টি চেয়ারম্যান মুসলিম উম্মাহর উদ্দেশ্যে বলেন, আপনারা ভ্রান্ত পথ থেকে সরে আসুন। একতার পথে আসুন। আপনারা তওবা করেন, তা না হলে রক্তের বন্যার ভেতরে ভাসতে হবে।

জাকের পার্টির সিনিয়র ভাইস চেয়ারম্যান ড. সায়েম আমীর ফয়সল বলেন, পাঁচ বছর যদি সৎভাবে অর্থ ব্যবস্থাপনা করা যেতো, তাহলে দেশে দারিদ্র থাকত না। গড় হিসাবে প্রতি জেলায় ১০ হাজার কোটি টাকা বাজেট বরাদ্দ হয়। এ বাজেট সঠিকভাবে কাজে লাগাতে পারলে, উন্নয়ন কোনো পর্যায়ে পৌঁছাবে তা সহজেই বুঝা যায়।

 

এমএইচ

×