
মির্জা ফখরুল ও জাহাঙ্গীর কবির নানক।
সরকারের পতনে ব্যর্থ হলে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে নয়াপল্টনে কান ধরে ওঠবস করে রাজনীতি থেকে বিদায় নেয়ার ওয়াদা করতে বললেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক।
বুধবার (১১ জানুয়ারি) রাজধানীর ফার্মগেটে যুবলীগের সমাবেশে এ মন্তব্য করেন তিনি।
এসময় আওয়ামী লীগ সরকারের পতন ঘটনো যাবে না বলেও মন্তব্য করেন নানক।
তিনি বলেন, মির্জা ফখরুল কারাগার থেকে বের হয়ে বলেছেন, সরকার পতন না করে ঘরে ফিরবেন না। তাহলে ফখরুল সাহেব ওয়াদা করুন, এ সরকারের পতন ঘটাতে না পারলে নয়াপল্টনে কান ধরে ওঠবস করে রাজনীতি থেকে বিদায় নেবেন।
তিনি আরও বলেন, এ সরকারের পতন হবে না। কারণ, এ সরকার জনগণের, শান্তির স্বপক্ষের এবং উন্নয়নের সরকার। এ সরকারের পতন ঘটনো যাবে না।
সমাবেশে আওয়ামী লীগের আরেক নেতা আ ফ ম বাহাউদ্দীন নাছিম বলেন, যারা বঙ্গবন্ধকে সপরিবারে হত্যা এবং জেলখানায় জাতীয় চার নেতাকে হত্যা করতে পারে, তারা দেশের মঙ্গল কামনা করতে পারে না। এই খুনিদের ঐক্যবদ্ধভাবে প্রতিহত করতে হবে।
যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ বলেন, বিএনপি ও জামায়াতকে মানুষের কাছে ক্ষমা চাইতে হবে। যুবলীগ সামনে আর তাদেরকে ছাড় দেবে না। মানুষের গায়ে হাত দিলে সমুচিত জবাব দেয়া হবে।
এমএম