ঢাকা, বাংলাদেশ   সোমবার ০৬ মে ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১

রাষ্ট্র নয় বরং বিএনপির মেরামত করা দরকার: তথ্যমন্ত্রী

প্রকাশিত: ২১:১১, ২১ ডিসেম্বর ২০২২

রাষ্ট্র নয় বরং বিএনপির মেরামত করা দরকার: তথ্যমন্ত্রী

তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।

রাষ্ট্র নয় বরং বিএনপির মেরামত করা দরকার বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। বুধবার (২১ ডিসেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ মন্তব্য করেন তিনি। 

তথ্যমন্ত্রী বলেন, রাষ্ট্র নয় বরং বিএনপির মেরামত করা দরকার। বিএনপির ২৭ দফা জনগণের সঙ্গে ভাঁওতাবাজি। বিএনপি রাজনীতির নামে মানুষ হত্যা করেছে, জীবন্ত মানুষকে পুড়িয়ে হত্যা করেছে। তারা যখন রাষ্ট্র মেরামতের কথা বলে তখন মানুষ স্বাভাবিকভাবে আতঙ্কিত হয়।

এসময় বিএনপির ২৭ দফার অনেক কিছু তাদের নীতির সঙ্গেই সাংঘর্ষিক বলেও মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী।  

তিনি বলেন, রাষ্ট্র মেরামত কেন বলা হলো। এটি কি কারখানা যে মেরামত করতে হবে। আসলে যাদের মস্তিষ্ক থেকে এগুলো আসছে, তাদের মস্তিষ্করও মেরামত দরকার। আমরা চাই বিএনপিসহ সব রাজনৈতিক দল নির্বাচনে অংশগ্রহণ করুক। তবে বিএনপি নির্বাচনে অংশগ্রহণের বিষয় তাদের একান্তই নিজস্ব। আমার বিশ্বাস, দল টিকিয়ে রাখার স্বার্থে বিএনপি নির্বাচনে আসবে।

 

এমএম

সম্পর্কিত বিষয়:

×