ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ জুলাই ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১

কক্সবাজারে সাইবার ডাইন টেকনোলজির ন্যাশনাল বিজনেস কনফারেন্স 

প্রকাশিত: ১২:০০, ১৪ অক্টোবর ২০২২; আপডেট: ১২:২৩, ১৪ অক্টোবর ২০২২

কক্সবাজারে সাইবার ডাইন টেকনোলজির ন্যাশনাল বিজনেস কনফারেন্স 

কনফারেন্স অনুষ্ঠিত

কক্সবাজারে সাইবার ডাইন টেকনোলজির ন্যাশনাল বিজনেস কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। গত ১১ থেকে ১৩ অক্টোবর কক্সবাজারে তিনদিন ব্যাপী এ সেমিনারের আয়োজন করা হয়।

সেমিনারে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) আমসাআ আমিন, ব্যবস্থাপনা পরিচালক মো.রুহুল কুদ্দুছ মন্ডল, পরিচালক ড. সাইদুর রহমান সেলিম, পরিচালক মো. জারিফ হুদা। 

সেমিনারে চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) আমসাআ আমিন বলেন, সরকারের ডিজিটাল বাংলাদেশ গড়তে আমরা আমাদের প্রতিষ্ঠানের সেবা পৌঁছে দিতে চাই সকল স্তরে। দেশের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে, করপোরেট প্রতিষ্ঠানে এবং সরকারি ও বেসরকারি ছোট বড় প্রতিষ্ঠানেরও সফটওয়্যার নির্মাণ করেছি আমরা। দেশে ডিজিটাল উন্নয়নের পাশাপাশি নৈতিক সমাজ বিনির্মাণেও সবাইকে কাজ করতে হবে। 

প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক মো. রুহুল কুদ্দুছ মন্ডল বলেন, তরুণেরা দেশের টেকনোলজি কেন্দ্রীক  ভালো একজন উদ্যোক্তা হতে পারেন। আমরা চেষ্টা করছি টেকনোলজিতে  তরুণ সমাজকে কাজে লাগানোর। তাদের নিজেদের মেধাকে কাজে লাগিয়ে সারাদেশে ডিজিটাল প্রযুক্তির বিস্তার ছড়িয়ে দিতে চাই। 
আমাদের সফটওয়্যার প্রতিষ্ঠানের মাধ্যমে ট্রেনিং দিয়ে তরুণদের দক্ষতা বাড়াতে চাই। 

২০১৫  সাল হতে সাফল্যের সঙ্গে কাজ করে আসছে সাইবার ডাইন টেকনোলজি। দেশের বিভিন্ন বিভাগীয় শহর, জেলা ও উপজেলা পর্যায়ে শতাধিক এজেন্টে রয়েছে প্রতিষ্ঠানটির।

এমএইচ

×