
গোলাম আযম একটি দলের নেতা, আবেগের বশবর্তী হয়ে কেউ স্লোগান দিতে পারে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দাম। বেসরকারি গণমাধ্যমের একটি টকশোতে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, কোন ব্যক্তির নাম নিয়ে স্লোগান দেয়া ইসলামী ছাত্রশিবির তার কোন প্রোগ্রাম বা মিছিলে দিয়েছে এর প্রমাণ আপনি দেখতে পারবেন না।
আমরা কোন ব্যক্তির কথায় বিশ্বাস করি না। এই বাংলা অধ্যাপক গোলাম আযমের, শেখ মুজিবের কিংবা জিয়াউর রহমানের এমন না, আমরা মনে করি এই বাংলা আপামর সাধারণ মানুষের। যারা এখানে জন্মগ্রহণ করেছে, দেশের পক্ষে কাজ করেছে। দেশের সার্বভৌমত্ব যারা বিশ্বাস করে তারাই এই বাংলার। তাই কোন নির্দিষ্ট মানুষের বাংলা, বা নির্দিষ্ট কোন স্লোগানকে আমরা ধারন করি না বা বিশ্বাস করি না।
সাদ্দাম আর বলেন, গোলাম আযম এই দেশের স্বীকৃত নাগরিক, রাষ্ট্রপতি তাকে স্বীকৃতি দিয়েছে বাংলাদেশের নাগরিক হিসেবে। তিনি জামায়াতে ইসলামীর আমির ছিলেন, জামায়াতের যেসব নেতৃবৃন্দ ওই জায়গায় উপস্থিত ছিলেন কেউ আবেগের বশবর্তী হয়ে এই স্লোগান দিতে পারে।
ইসলামী ছাত্রশিবিরের পক্ষ থেকে এই স্লোগান দেয়া হয়নি, যতটুকু খোঁজ খবর নিয়েছি কারা এই স্লোগান দিয়েছে জানতে পারি নাই এখনো।
রিফাত