ঢাকা, বাংলাদেশ   শনিবার ১৭ মে ২০২৫, ২ জ্যৈষ্ঠ ১৪৩২

মৃত্যুর মুখ থেকে ফিরে এল ৭১ প্রাণ, শাহজালালে চাকা ছাড়াই বিমান অবতরণ!

প্রকাশিত: ২০:৪৭, ১৬ মে ২০২৫

মৃত্যুর মুখ থেকে ফিরে এল ৭১ প্রাণ, শাহজালালে চাকা ছাড়াই বিমান অবতরণ!

ছ‌বি: সংগৃহীত

শুক্রবার (১৬ মে) দুপুর ১টা ২০ মিনিট। কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশ্যে আকাশে পাখা মেলেছিল বাংলাদেশ বিমানের বিজি ৪৩৬ ফ্লাইট। বোর্ডে ছিলেন শিশুসহ ৭১ জন যাত্রী। কেউই তখন কল্পনা করতে পারেননি, সামনের ঘণ্টা হবে তাদের জীবনের সবচেয়ে ভয়ঙ্কর ও স্মরণীয় একটি অধ্যায়।

আকাশে ওড়ার কিছুক্ষণ পরেই ঘটে চরম বিপত্তি। রানওয়ে ত্যাগের মুহূর্তে বিমানটির পেছনের একটি চাকা বিচ্ছিন্ন হয়ে নিচে পড়ে যায়। তখন বিমানটি মাঝ আকাশে। এমন এক পরিস্থিতিতে আতঙ্কে স্তব্ধ হয়ে যান যাত্রীরা। বোর্ডের প্রতিটি নিঃশ্বাসে জমে ওঠে ভয় ও অনিশ্চয়তা।

বিমানটি যখন ঢাকা অভিমুখে উড়ছে, পাইলট দ্রুত বার্তা পাঠান হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। সঙ্গে সঙ্গেই সক্রিয় হয়ে ওঠে সংশ্লিষ্ট সকল সংস্থা। প্রস্তুত রাখা হয় ফায়ার সার্ভিস, মেডিকেল ইউনিট ও জরুরি অবতরণের অন্যান্য সকল ব্যবস্থা। রানওয়ের পাশে প্রস্তুত অবস্থানে থাকেন ইঞ্জিনিয়ারিং টিমও।

উপরে আকাশে বিমান, নিচে মৃত্যুর আশঙ্কায় প্রস্তুত পৃথিবী। তবে কেবল প্রযুক্তি নয়, এই পরিস্থিতিতে প্রমাণিত হয় মানুষের দক্ষতা ও মানসিক শক্তির প্রকৃত রূপ। বিমানের ককপিটে থাকা দক্ষ পাইলট অসম্ভবকে সম্ভব করেন। চাকা ছাড়া বিমানটি অবতরণ করিয়ে রক্ষা করেন সকল যাত্রীর প্রাণ।

বাংলাদেশ বিমানের ফ্লাইট সেফটি বিভাগ জানিয়েছে, এমন ল্যান্ডিং প্রযুক্তিগতভাবে সম্ভব হলেও তা অত্যন্ত জটিল ও ঝুঁকিপূর্ণ। এটা কেবল একজন অত্যন্ত দক্ষ ও ধৈর্যশীল পাইলটের পক্ষেই সম্ভব করা।

সেই দিন এক অনাকাঙ্ক্ষিত বিপর্যয় রূপ নেয় এক অলৌকিক রক্ষায়। আর ৭১টি প্রাণ ফিরে আসে মৃত্যুর দ্বার থেকে।

ভিডিও দেখুন: https://www.youtube.com/watch?v=0Ic0T5u7g3Y

এম.কে.

আরো পড়ুন  

×