
সোহরাওয়ার্দী উদ্যানকে ঘিরে নিরাপত্তাহীনতা ও নানা অপরাধমূলক কর্মকাণ্ডের অভিযোগ তুলে ফেসবুকে ক্ষোভ প্রকাশ করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)'র উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। তিনি বলেন, “সময়ের সাথে সাথে সোহরাওয়ার্দী উদ্যান হয়ে উঠেছে চাঁদাবাজি, মাদক সেবনসহ বিভিন্ন অপকর্মের আখড়া।”
তার দাবি, উদ্যানের চারপাশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একাধিক ইউনিট ও অফিস থাকলেও তারা এসব অনিয়ম দমন না করে উল্টো এসবের ‘ভাগীদার’ হয়ে উঠেছে। এর ফলে যুবসমাজের একটা অংশ বিপথে যাচ্ছে, প্রাণহানির ঘটনাও ঘটছে বলে অভিযোগ করেন তিনি।
সারজিস আলম তার পোস্টে সম্প্রতি ঘটে যাওয়া সাম্যের নৃশংস হত্যাকাণ্ডের ঘটনাও উল্লেখ করেন। তিনি বলেন, “এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সবাইকে অবিলম্বে গ্রেফতার করে দ্রুততম সময়ে কঠোর শাস্তি নিশ্চিত করে দৃষ্টান্ত স্থাপন করতে হবে।”
তিনি আরও দাবি করেন, “সোহরাওয়ার্দী উদ্যানে মাদক ও অন্যান্য অপরাধ দমনে নিয়মিত সাঁড়াশি অভিযান চালানো হোক, এলাকা সম্পূর্ণ নজরদারির আওতায় আনা হোক, এবং অপ্রয়োজনীয় ইট-পাথরের অবকাঠামো ভেঙে প্রাকৃতিক পরিবেশ ফিরিয়ে আনা হোক।”
পোস্টের কমেন্টে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন,বিশ্ববিদ্যালয় ও স্থানীয় প্রশাসন যখন অ্যাকশনে যাবে, তখন যেন কিছু তথাকথিত লিবারেল সুশীলদের চাপ ও কথিত স্বাধীনতার দোহাই দিয়ে এসব বন্ধ না করা হয়।
আফরোজা