
ছবি: সংগৃহীত
জাতীয় নির্বাচনে প্রার্থী হওয়ার বয়সসীমা ১৮ বছর করার প্রস্তাব দিয়েছে নেজামে ইসলাম পার্টি। পাশাপাশি ঐকমত্য কমিশনের দেওয়া ১৬৬টি প্রস্তাবনার মধ্যে ১৬০টির সঙ্গে একমত প্রকাশ করেছে দলটি।
সোমবার (১২ মে) বিকেলে জাতীয় সংসদের এলডি হলে ঐকমত্য কমিশনের সঙ্গে অনুষ্ঠিত এক বৈঠকে এসব প্রস্তাব তুলে ধরে দলটির নেতারা।
বৈঠক শেষে তারা জানান, সংবিধানে বহুত্ববাদের জায়গায় একত্ববাদের ধারণা অন্তর্ভুক্ত করার সুপারিশ করেছেন তারা। এছাড়া ইউনিয়ন পরিষদ ও পৌরসভা বিলুপ্ত করে উপজেলা পরিষদের সঙ্গে একীভূত করার প্রস্তাবও দিয়েছেন। আইনজীবীদের দলীয় রাজনীতি নিষিদ্ধ করার বিষয়েও সুপারিশ করেছে দলটি।
ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ বৈঠক শেষে বলেন, "ফ্যাসিবাদ বিদায় নিলেও কাঠামোগত পরিবর্তন না ঘটলে গণতন্ত্র প্রতিষ্ঠা সম্ভব নয়। মতপার্থক্য থাকলেও দেশ ও জাতির স্বার্থে রাজনৈতিক দলগুলোকে ঐকমত্যে পৌঁছাতে হবে। তবেই দেশ এগিয়ে যাবে।"
আসিফ