ঢাকা, বাংলাদেশ   সোমবার ১২ মে ২০২৫, ২৮ বৈশাখ ১৪৩২

আবারও শাহবাগ ব্লক!

প্রকাশিত: ১১:০৮, ১১ মে ২০২৫

আবারও শাহবাগ ব্লক!

ছবি: সংগৃহীত

রাজপথ থেকে আওয়ামী লীগের চিরতরে নিষেধাজ্ঞা, জুলাই ঘোষণাপত্র দ্রুত প্রকাশ এবং আজীবন চিকিৎসা নিশ্চিত করার দাবিতে আজও শাহবাগে অবস্থান নিয়েছেন গণঅভ্যুত্থনে আহতরা। শনিবার সকাল থেকেই আহতদের উদ্যোগে শাহবাগ ব্লকেড কর্মসূচি চলছে, যার ফলে ওই এলাকায় যান চলাচল কার্যত বন্ধ হয়ে গেছে। বড় কোনো যানবাহন শাহবাগ অতিক্রম করতে পারছে না।

আন্দোলনকারীরা বলছেন, শুধু আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ নয়, দলটিকে চিরতরে নিষিদ্ধ করতে হবে। তারা দাবি করছেন, সরকার যদি সত্যিই ‘জুলাই স্পিরিট’ বাস্তবায়ন করতে চায়, তাহলে দ্রুত জুলাইয়ের ঘোষণাপত্র প্রকাশ করতে হবে এবং আহতদের আজীবনের চিকিৎসার ব্যবস্থাও নিশ্চিত করতে হবে।

তারা আরও জানান, নিরাপত্তাহীনতায় ভুগছেন জুলাই-আগস্টের গণঅভ্যুত্থনে আহত ব্যক্তিরা। এখন পর্যন্ত সরকারের পক্ষ থেকে তাদের নিরাপত্তা ও চিকিৎসা সংক্রান্ত কোনও স্থায়ী ব্যবস্থা নেওয়া হয়নি।

গতকাল রাতে সরকারিভাবে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করা হলেও আন্দোলনকারীরা সেটিকে “আংশিক সিদ্ধান্ত” হিসেবে দেখছেন। তাদের মতে, এটি একটি “ধোঁকাবাজি” ছাড়া কিছু নয়। আহতদের ভাষায়, তারা কার্যক্রম নিষিদ্ধ নয়, রাজনৈতিকভাবে দলটিকে নিষিদ্ধ দেখতে চায়। আওয়ামী লীগ যেন আর কোনোদিন বাংলাদেশের রাজনীতিতে অংশগ্রহণ করতে না পারে—সেই নিশ্চয়তা দিতে হবে।

আন্দোলনকারীদের দাবি, যতক্ষণ পর্যন্ত না—
১. আওয়ামী লীগকে রাজনৈতিকভাবে চিরতরে নিষিদ্ধ ঘোষণা,
২. অবিলম্বে জুলাই ঘোষণাপত্র প্রকাশ,
৩. আহতদের জন্য আজীবনের চিকিৎসার ব্যবস্থা নিশ্চিত—
এই তিনটি দাবি বাস্তবায়ন না হবে, ততক্ষণ পর্যন্ত তারা রাজপথ ছাড়বেন না।

এদিকে শাহবাগ এলাকায় ধীরে ধীরে আহতদের পাশাপাশি তাদের পরিবার ও সমর্থকরাও উপস্থিত হচ্ছেন, ফলে জনসমাগমও ক্রমাগত বাড়ছে। পরিস্থিতি ঘিরে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতাও লক্ষ্য করা যাচ্ছে।

আন্দোলনকারীরা পরিষ্কারভাবে জানিয়েছেন, দাবি মানা না হলে তারা রাজপথ ছাড়বেন না এবং এই কর্মসূচি আরও বিস্তৃত হতে পারে।

 

সূত্র: https://www.youtube.com/watch?v=8088k6-QRuE

এএইচএ

×