ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০৮ মে ২০২৫, ২৫ বৈশাখ ১৪৩২

শেখ হাসিনাকে দুদকের চিঠি, কী আছে তাতে?

প্রকাশিত: ১৫:২৪, ৭ মে ২০২৫

শেখ হাসিনাকে দুদকের চিঠি, কী আছে তাতে?

ছবি: সংগৃহীত।

হাজার হাজার কোটি টাকার দুর্নীতির অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনাকে দুর্নীতি দমন কমিশনের (দুদক) প্রধান কার্যালয়ে হাজির হতে চিঠি পাঠানো হয়েছে। আগামী বৃহস্পতিবার, ৮ মে তাকে কমিশনের সামনে উপস্থিত হয়ে বক্তব্য দিতে অনুরোধ করা হয়েছে।

দুদক সূত্র জানায়, দেশের বিভিন্ন বিমানবন্দরের উন্নয়ন প্রকল্পে অনিয়ম, লুটপাট ও দুর্নীতির অভিযোগ অনুসন্ধানের অংশ হিসেবে শেখ হাসিনা, বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী এবং মন্ত্রণালয়ের সাবেক সচিব মোকাম্মেল হককে তলব করা হয়েছে।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, ৫ মে দুদক থেকে পাঠানো চিঠিতে তাদের নির্ধারিত সময়ে কমিশনে হাজির হতে বলা হয়। শেখ হাসিনার চিঠি পাঠানো হয়েছে তার ধানমন্ডির সুধাসদন এবং গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার ঠিকানায়। অন্যদের ক্ষেত্রেও একইভাবে ঢাকা ও নিজ নিজ জেলা ঠিকানায় চিঠি পাঠানো হয়েছে।

তলবকৃতদের মধ্যে সাবেক প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী ইতোমধ্যে গ্রেফতার হয়েছেন বলে জানা গেছে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বর্তমানে ভারতে অবস্থান করছেন এবং সাবেক সচিব মোকাম্মেল হক পলাতক রয়েছেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

নুসরাত

আরো পড়ুন  

×