ঢাকা, বাংলাদেশ   রোববার ০৪ মে ২০২৫, ২১ বৈশাখ ১৪৩২

রাজবাড়ীতে অস্ত্র মামলায় ১৭ বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

শহিদুল ইসলাম, রাজবাড়ী

প্রকাশিত: ১৯:০৬, ৩ মে ২০২৫

রাজবাড়ীতে অস্ত্র মামলায় ১৭ বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

ছবিঃ প্রতিবেদক

রাজবাড়ীর সদর উপজেলার গোয়ালন্দ মোড় এলাকা থেকে ১৭ বছরের সাজাপ্রাপ্ত অস্ত্র মামলার পলাতক আসামি মো. আব্দুর রহিম সরদার (৩৫) কে গ্রেপ্তার করেছে র‍্যাব-১০। শনিবার (৩ মে) বিকেল সাড়ে ৩টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ও তথ্য-প্রযুক্তির সহায়তায় র‍্যাব-১০ এর একটি আভিযানিক দল অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। শনিবার সন্ধ্যা ৬টার দিকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে র‍্যাব-১০ এর সহকারী পরিচালক (মিডিয়া) সহকারী পুলিশ সুপার শামীম হাসান সরদার।

গ্রেপ্তারকৃত আব্দুর রহিম সরদার রাজবাড়ী সদর থানার খানখানাপুর গ্রামের মো. জাহাঙ্গীর জাহান সরদারের ছেলে। তিনি রাজবাড়ী জেলার বিশেষ ট্রাইবুনাল মামলা নং-৩৪/১৯, Arms Act, 1878 এর ধারা 19A(f) অনুযায়ী ১৭ বছরের কারাদণ্ডে দণ্ডিত ও পরোয়ানাভুক্ত আসামি।

র‍্যাব আরও জানায়, গ্রেপ্তারকৃত আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

 

আরশি

×