
ছবি: সংগৃহীত
জুলাই-আগস্টে ছাত্র আন্দোলন চলাকালীন সাভারের আশুলিয়ায় মরদেহ পোড়ানোর ঘটনায় মানবতাবিরোধী অপরাধের অভিযুক্ত ঢাকা জেলার সাবেক অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. আব্দুল্লাহিল কাফী কর্মস্থলে অনুপস্থিত ছিলেন বলে দাবি করেছে তার পরিবার।
পরিবারের দাবি, বিগত সরকার পতন এবং সাভারের আশুলিয়ায় মরদেহ পোড়ানোর ঘটনার আগের দিন ৪ আগস্ট দিবাগত রাত থেকে ঘটনার পরদিন ৬ আগস্ট পর্যন্ত তিনি তার বাসভবন ধানমন্ডি এলাকায় অবস্থান করছিলেন। তাই ঘটনার সঙ্গে অভিযুক্ত কাফীর সম্পৃক্ততার সুষ্ঠু তদন্ত ও প্রকৃত দোষীদের বিচারের দাবি জানানো হয়।
শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই দাবি জানান সাবেক এই পুলিশ কর্মকর্তার শ্বাশুড়ি হাছিনা আক্তার স্বপ্না। ঢাকার আশুলিয়ায় ছাত্র-জনতাকে হত্যার পর মরদেহ পুড়িয়ে দেওয়ার ঘটনায় অভিযুক্ত সাবেক অতিরিক্ত পুলিশ সুপার মো. আব্দুল্লাহিল কাফী-কে নির্দোষ দাবি করে হাছিনা আক্তার বলেন, "বিগত ৪ আগস্ট দিবাগত রাত থেকে ৬ আগস্ট পর্যন্ত তিনি তার বাসভবন ধানমন্ডি এলাকায় অবস্থান করেছিলেন। তার ব্যবহৃত মোবাইলের সিডিআর পর্যালোচনা করলেই তা প্রমাণিত হবে।"
তিনি আরও বলেন, অভিযুক্ত আসামি আন্দোলনের সময়ে ঘটনাস্থলে উপস্থিত ছিলেন না। তার অংশগ্রহণের কোনো সিসিটিভি ফুটেজ, ভিডিও কিংবা স্থিরচিত্র নেই যা থেকে উপস্থিতি প্রমাণিত হতে পারে। ঘটনাস্থলের দায়িত্বপ্রাপ্ত ইউনিট প্রধানরাই সব কার্যক্রম পরিচালনা করে থাকেন। কাফী কোনো ইউনিট প্রধানের দায়িত্বে কর্মরত ছিলেন না।