ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০১ মে ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২

চলছে নানা হিসাব-নিকাশ, জোট গঠনের চেষ্টা

নির্বাচন নিয়ে ভিন্ন ভিন্ন মত

বিশেষ প্রতিনিধি

প্রকাশিত: ২৩:০৬, ২১ এপ্রিল ২০২৫

নির্বাচন নিয়ে ভিন্ন ভিন্ন মত

ডিসেম্বরে নাকি আগামী জুনে কখন নির্বাচন হবে তা এখনো অস্পষ্ট

ডিসেম্বরে নাকি আগামী জুনে কখন নির্বাচন হবে তা এখনো অস্পষ্ট। নির্বাচন কখন হবে এ নিয়ে কিছুটা মতবিরোধ থাকলেও বসে নেই রাজনৈতিক দলগুলো। বড় প্রায় সব দলই নির্বাচনী মাঠ গুছিয়ে আনতে এখন ব্যস্ত। আগামী নির্বাচনে সম্ভাব্যপ্রার্থী তালিকাও তৈরি করে রাখছে তারা। নির্বাচনী বৈতরণী পার হতে চলছে নানা হিসাব-নিকাশ, জোট গঠনের প্রক্রিয়া। নির্বাচনী মাঠে সক্রিয় বেশিরভাগ দলের নেতারাই এখন তাকিয়ে আছে কখন নির্বাচনের সিডিউল ঘোষণার গ্রিন সিগন্যাল দেবে অন্তর্বর্তী সরকার। 
দেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চায় ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচন। দলটির নেতাদের ভাষ্য, দ্রুত নির্বাচনের মাধ্যমে প্রকৃত গণতান্ত্রিক সরকার না আসলে দেশের প্রকৃত উন্নয়ন ও স্থিতিশীলতা আসবে না। অন্যদিকে, বিএনপিরই এককালের রাজপথের মিত্রশক্তি জামায়াতে ইসলামী চাইছে দৃশ্যমান সংস্কার শেষে ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন। আর ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের অন্যতম নায়ক তারুণ্যের শক্তি নিয়ে গঠিত জাতীয় নাগরিক কমিটি (এনসিপি) সাফ জানিয়ে দিয়েছে, সংস্কার ছাড়া তারা নির্বাচনে যাবে না।
নির্বাচনের দিনক্ষণ নিয়ে এসব দলের মধ্যে কিছুটা বাহাস চললেও নির্বাচনের প্রস্তুতির কাজ দ্রুত শেষ করতে ইতোমধ্যে মাঠে নেমে পড়েছে। বিএনপি এখনই কঠোর অবস্থানে না গিয়ে বরং ডিসেম্বরের মধ্যে নির্বাচন আদায়ে অন্তর্বর্তী সরকারের ওপর চাপ অব্যাহত রাখার কৌশল নিয়েছে। দলের প্রার্থী তালিকাও তৈরির কাজ চলছে অতি গোপনে। 
জামায়াতে ইসলামী ইতোমধ্যে তিনশ’ আসনের মধ্যে অধিকাংশ আসনের প্রার্থী তালিকা ঘোষণা করেছে। সারাদেশে গণসংযোগের মাধ্যমে জনগণের মন জয় করার চেষ্টা করছে। অন্যদিকে তারুণ্যের শক্তি নিয়ে গঠিত এনসিপি তিনশ’ আসনকেই টার্গেট করে সাংগঠনিক তৎপরতা শুরু করেছে। ফলে, আগামী মাসের পর থেকেই সারাদেশে জোরেশোরে নির্বাচনী হাওয়া বইবে বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

×

শীর্ষ সংবাদ:

যেই সরকার জনগণের ভোটে নির্বাচিত হবে তারা জনগণের কাছে দায়বদ্ধ থাকবে: আমীর খসরু
জামায়াত নেতারা রাজাকার হলে পাকিস্তানে গাড়ি বাড়ি থাকতো : শামীম সাঈদী
এনসিপির সঙ্গে আমার ব্যক্তিগত সম্পৃক্ততা নেই- উমামা ফাতেমা
‘বাংলাদেশি’ সন্দেহে আটকদের অধিকাংশই ভারতীয় মুসলমান
ইয়েমেনে হামলা চালিয়েই সাগরে ডুবে গেল মার্কিন সর্বাধুনিক যুদ্ধবিমান
জামিন পেলেননা তারেক রহমানের খালাতো ভাই তুহিন
লন্ডনে আজ আর্সেনাল পিএসজি মহারণ
১৭ অভিনয়শিল্পীর নামে মামলা, তালিকায় আছেন নুসরাত ফারিয়া-অপু বিশ্বাস-ভাবনাসহ অনেকেই
১০০ টাকা মূল্যমানের প্রাইজবন্ডের ১১৯তম ড্র অনুষ্ঠিত হবে আগামীকাল
স্বর্ণের দাম, রেকর্ড উচ্চতা থেকে পতনের পথে
কুমিল্লায় পুলিশ-সেনাবাহিনীর চাকরির নামে প্রতারণা: দালালসহ ১৩ জন গ্রেফতার
১২ বছর বয়সী ছেলে শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে ৩ মাদ্রাসা শিক্ষক গ্রেফতার