
ছবি:সংগৃহীত
গোলাম আজমকে ভাষাসৈনিক পদক প্রদানের দাবি জানালেন পুত্র আমান আজমী
গোলাম আজমের পুত্র আমান আজমী, ২১ শে ফেব্রুয়ারিতে নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক এ, এই স্ট্যাটাস দেন।
তিনি মন্তব্য করেন,
শহীদ অধ্যাপক গোলাম আযমকে ভাষা সেনাপতি হিসেবে স্বীকৃতি দিয়ে "ভাষসৈনিক পদক" দেয়ার জন্য সরকারের প্রতি জোর দাবী জানাচ্ছি।
আঁখি