
ফাইল ছবি।
জামালপুরের বকশীগঞ্জে সাংবাদিক গোলাম রব্বানী নাদিম হত্যা মামলায় প্রধান আসামি চেয়ারম্যান বাবুকে হাইকোর্টের দেয়া জামিন আদেশ স্থগিত করা হয়েছে।
বুধবার (২০ সেপ্টেম্বর) রাষ্ট্রপক্ষের করা আবেদনের শুনানি করে চেম্বার বিচারপতি এম ইনায়েতুর রহিম এই আদেশ দেন।
বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন রাষ্ট্রপক্ষের সহকারী অ্যাটর্নি জেনারেল সাইফুল আলম।
আরও পড়ুন :৭২ ঘণ্টার মধ্যে বাংলাদেশে বড় ভূমিকম্পের খবর গুজব
আগামী ২০ নভেম্বর আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে বিষয়টির শুনানি করা হবে।
এর আগে গতকাল বকশীগঞ্জ উপজেলার সাধুরপাড়া ইউনিয়ন পরিষদের বরখাস্ত হওয়া এই চেয়ারম্যানকে আগামী ছয় মাসের জন্য জামিন দেন আদালত।
এমএম