
হাসপাতাল
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের সংলগ্ন মসজিদের ৪র্থ তলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
বুধবার (৩০ আগস্ট) দুপুর আড়াইটার দিকে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিস সদর দপ্তরের স্টেশন অফিসার দেওয়ান মো. রাজিব জানান, বেলা পৌনে ৩টার দিকে খবর পেয়ে ঘটনাস্থলে আসেন তারা। এরপর আগুন নিয়ন্ত্রণে আনেন।
আরও পড়ুন:নিজের বেতন বাড়ানোর দাবি রাষ্ট্রপতির
তিনি আরো জানান, মসজিদের ৪র্থ তলার ছাদে ছোট একটি কক্ষের কয়েকটি বিছানা, একটি ফ্রিজ ছিল। সেসব পুড়ে গেছে। ধারণা করা হচ্ছে, ফ্রিজের কম্প্রেসার থেকে আগুনের সূত্রপাত।
মসজিদের ওই কক্ষে ভাড়া থাকা মো. জাহিদ জানান, তিনিসহ আরো তিনজন ওই রুমে ভাড়া থাকেন। সকালে রুম বন্ধ করে সবাই কাজে চলে যান। দুপুর আড়াইটার দিকে রুমে এসে তালা খুলে দেখেন, ভিতরে আগুন জ্বলছে। তখন নিজেরাই আগুন নিভানোর চেষ্টা করেন। ব্যর্থ হয়ে পরে ফায়ার সার্ভিসে সংবাদ দেওয়া হয়।
এসআর