ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সেচ মৌসুমে হবে না বিদ্যুত সংকট, আপাতত বাড়বে না দাম

প্রকাশিত: ১২:৪৪, ২ এপ্রিল ২০২৩

সেচ মৌসুমে হবে না বিদ্যুত সংকট, আপাতত বাড়বে না দাম

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।

আপাতত বিদ্যুতের দাম বাড়ছে না বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। 

শনিবার (১ এপ্রিল) কেরানীগঞ্জে খাল পরিদর্শনকালে গণমাধ্যমকে এ কথা বলেন তিনি।

প্রতিমন্ত্রী বলেন, আসন্ন গ্রীষ্ম এবং চলমান সেচ মৌসুমে বিদ্যুতের সংকট যেমন হবে না, তেমনি দামও বাড়বে না। বিশ্ববাজারে জ্বালানি পণ্যের দাম স্থিতিশীল থাকার সুযোগ কাজে লাগাচ্ছে বাংলাদেশ। এখনই মূল্য সমন্বয়ের প্রয়োজন নেই।
 
তিনি বলেন, আমরা কি বলেছি প্রতি মাসে বিদ্যুতের দাম বাড়াব? আমরা তো সেটি বলিনি। আমরা প্রতি মাসে সমন্বয় করব, সে সময়ে বিদ্যুতের দাম কমতেও পারে, আবার বাড়তেও পারে। আমরা এ বিষয়টি নজরদারি করছি। আমরা এখন জ্বালানির সঙ্গে বিদ্যুতের দাম সমন্বয়ের চেষ্টা করছি। বর্তমানে জ্বালানির দাম ঊর্ধ্বমুখী নয়। সুতরাং আমরা কাজ করি। যদি জ্বালানির দাম ভালো অবস্থায় থাকে, তা হলে তো বিদ্যুতের দাম সমন্বয়ের প্রয়োজন হবে না।  

এসময় লোডশেডিং না হওয়ার আশ্বাস দিয়েছেন নসরুল হামিদ।

তিনি বলেন, আমরা ধরে রেখেছি যে ১৬ থেকে ১৭ হাজার মেগাওয়াট বিদ্যুৎ লাগবে। আর আমরা সেটি সরবরাহ করতে পারব। আমার মনে হয় না, আমাদের মারাত্মকভাবে লোডশেডিংয়ে যেতে হবে। তবে কোথাও যদি কোনো সমস্যা হয়, তা হলে হয় তো কিছু সমস্যা দেখা দিতে পারে। তবে আমরা আশা করছি, আমরা চাহিদা মোতাবেক সরবরাহ করতে পারব।
 
 

এমএম

×