ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ সেপ্টেম্বর ২০২৩, ১২ আশ্বিন ১৪৩০

আমিন মোহাম্মদ গ্রুপের চেয়ারম্যান এনামুল হক মারা গেছেন

প্রকাশিত: ১১:২৮, ২ এপ্রিল ২০২৩

আমিন মোহাম্মদ গ্রুপের চেয়ারম্যান এনামুল হক মারা গেছেন

এনামুল হক । ফাইল ছবি।

আমিন মোহাম্মদ গ্রুপের চেয়ারম্যান এম এম এনামুল হক মারা গেছেন। শনিবার (১ এপ্রিল) দিনগত রাত সোয়া ১১টার দিকে রাজধানীর গুলশানের নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৪ বছর।

বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন দৈনিক সময়ের আলোর প্রকাশক গাজী আহমেদ উল্লাহ।

তিনি জানান, রবিবার সকাল ১০টায় গুলশান সোসাইটি মসজিদে (৬৯ নং রোড) মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। এরপর তার মরদেহ বনানী কবরস্থানে দাফন করা হবে।

এমএম