ঢাকা, বাংলাদেশ   সোমবার ১২ মে ২০২৫, ২৮ বৈশাখ ১৪৩২

দেড় বছর মেয়াদ বাড়ল আইজিপি চৌধুরী আল-মামুনের

প্রকাশিত: ১৮:৪১, ৯ জানুয়ারি ২০২৩; আপডেট: ১৮:৪৭, ৯ জানুয়ারি ২০২৩

দেড় বছর মেয়াদ বাড়ল আইজিপি চৌধুরী আল-মামুনের

আইজিপি চৌধুরী আল-মামুন

বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের মেয়াদ আরও দেড় বছর বাড়ানো হয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে তার এই মেয়াদ বাড়ানো হয়। তার চাকরির মেয়াদ ১১ জানুয়ারি ২০২৩ সালে শেষ হওয়ার কথা ছিল।

এর আগে, গত বছর ২২ সেপ্টেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে আবদুল্লাহ আল-মামুনকে আইজিপি হিসেবে নিয়োগ দেয়া হয়। ৩০ সেপ্টেম্বর আনুষ্ঠানিক দায়িত্ব গ্রহণ করেন তিনি। আগামী ১১ জানুয়ারি তার চাকরির মেয়াদ শেষ হচ্ছে। ফলে মাত্র তিন মাসের মাথায় নতুন আইজিপি কে হচ্ছেন তা নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে।

এমএস

সম্পর্কিত বিষয়:

×