ঢাকা, বাংলাদেশ   রোববার ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১

হর্ন বাজানোয় ম্যাজিস্ট্রেটের গাড়ি চালককে জরিমানা

প্রকাশিত: ১৪:৩৭, ২৯ আগস্ট ২০২২

হর্ন বাজানোয় ম্যাজিস্ট্রেটের গাড়ি চালককে জরিমানা

গাড়ি। ছবি: সংগৃহীত

রাজধানীর শব্দহীন সচিবালয় এলাকায় হর্ন বাজানোর অপরাধে এক নির্বাহী ম্যাজিস্ট্রেটের গাড়ি চালককে জরিমানা করা হয়েছে। সোমবার (২৯ আগস্ট) সচিবালয়ের পাশের সড়ক রেলভবনের সামনে এ অভিযান পরিচালনা করা হয়। জরিমানার পরিমাণ ছিল ২০০ টাকা।

অভিযানে নেতৃত্ব দেন পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট নওরিন হক। এ সময় তার সঙ্গে ছিলেন পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক রিয়াজুল ইসলাম।

এদিন বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত অভিযান পরিচালনা করা হয়। এ সময় ১৬টি গাড়ির চালককে হর্ন বাজানোর অপরাধে চার হাজার ২০০টাকা জরিমানা করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট নওরিন হক বলেন, সচিবালয় এলাকায় হর্ন বাজানো নিষিদ্ধ। তাই হর্ন বাজালেই আমরা জরিমানা করছি। 

পরে সাংবাদিকরা প্রশ্ন করেন, যেহেতু সচিবালয়ের পাশে, এখানে অনেক সরকারি গাড়ি আছে যারা হর্ন বাজাচ্ছে। তাদের কেন জরিমানা করা হচ্ছে না। জবাবে নির্বাহী ম্যাজিস্ট্রেট কোনো সদুত্তর দিতে পারেননি।

পরিবেশ কর্মকর্তা রিয়াজুল ইসলাম  বলেন, নির্বাহী ম্যাজিস্ট্রেট ফোন করে তার গাড়ি ছেড়ে দিতে বলেছিলেন। কিন্তু কোন অধিদপ্তরের বা নাম কী তা পরিচয় দেননি বলে জানান পরিবেশ কর্মকর্তা।

এসআর

×