ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

ধর্ষণের আসামিকে জামিন ॥ মাদারীপুর জেলা জজকে তলব

প্রকাশিত: ০১:২০, ৬ জানুয়ারি ২০২২

ধর্ষণের আসামিকে জামিন ॥ মাদারীপুর জেলা জজকে তলব

স্টাফ রিপোর্টার ॥ ধর্ষণ ও পর্নোগ্রাফি আইনে দায়ের করা মামলার প্রধান আসামিকে জামিন দেয়ার ঘটনায় মাদারীপুর জেলা জজ নিতাই চন্দ্র সাহাকে তলব করেছেন হাইকোর্ট। আগামী ১২ জানুয়ারি তাকে সশরীরে হাজির হয়ে ধর্ষণ মামলার প্রধান আসামিকে জামিন দেয়ার বিষয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছে। ওই মামলার অপর আসামি বিপ্লব মোল্লার জামিন শুনানিকালে বিচারপতি মোঃ রেজাউল হক ও বিচারপতি মোঃ বদরুজ্জামানের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি এ্যাটর্নি জেনারেল সুজিত চ্যাটার্জী ব্যাপ্পী ও সহকারী এ্যাটর্নি জেনারেল আনিছুর রহমান। আসামি বিপ্লব মোল্লার পক্ষে শুনানি করেন এ্যাডভোকেট অলোক কুমার ভৌমিক। জি কে গউছসহ বিএনপির ৪০ নেতাকর্মীর আগাম জামিন ॥ খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে চিকিৎসার দাবিতে পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষে দায়ের হওয়া মামলায় হবিগঞ্জের সাবেক পৌর মেয়র জি কে গউছসহ বিএনপির ৪০ নেতাকর্মীর আগাম জামিন মঞ্জুর করেছেন হাইকোর্ট। তবে ছয় সপ্তাহের মধ্যে তাদের হবিগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতে আত্মসমর্পণ করতে বলা হয়েছে। জামিন সংক্রান্ত বিষয়ে শুনানি নিয়ে বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি এ এস এম আব্দুল মোবিনের সমন্বয়ে গঠিত বেঞ্চ তাদের এ জামিন আবেদন মঞ্জুর করে আদেশ দেন। আদালতে জামিন আবেদনের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল ও এ্যাডভোকেট কামরুল ইসলাম সজল।
×