ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

নূরের ওপর হামলাকারীদের শাস্তি দাবি

প্রকাশিত: ০৮:৫৪, ২৮ মে ২০১৯

 নূরের ওপর হামলাকারীদের শাস্তি দাবি

বিশ্ববিদ্যালয় রিপোর্টার ॥ বগুড়ায় ডাকসুর ভিপি নুরুল হক নূরসহ তার সঙ্গীদের ওপর হামলায় জড়িতদের ৪৮ ঘণ্টার মধ্যে শাস্তির আওতায় আনার দাবি জানিয়েছে বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ। সোমবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে আয়োজিত সমাবেশ থেকে এ দাবি জানিয়েছেন সংগঠনটির আহ্বায়ক হাসান আল মামুন। সমাবেশে হাসান আল মামুন বলেন, বাংলাদেশের ইতিহাস ঐতিহ্যের সঙ্গে মিশে আছে ঢাকা বিশ্ববিদ্যালয়। এই বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের ভিপির ওপর হামলা হয়েছে। ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি-সাধারণ সম্পাদকের নিকট হামলাকারীদের চিহ্নিত করে সুষ্ঠু তদন্তের মাধ্যমে বিচার করার আহ্বান জানিয়ে তিনি বলেন, ৪৮ ঘণ্টার মধ্যে তাদের চিহ্নিত করে বিচার করা না হলে ছাত্র সমাজকে নিয়ে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।
×