ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ০১ জুলাই ২০২৫, ১৭ আষাঢ় ১৪৩২

কারাগারেই ঈদ করতে হবে খালেদাকে

প্রকাশিত: ১৯:১৭, ৩১ মে ২০১৮

কারাগারেই ঈদ করতে হবে খালেদাকে

স্টাফ রিপোর্টার ॥ কুমিল্লার দুই মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে হাইকোর্টের দেওয়া জামিন স্থগিত রেখে রাষ্ট্রপক্ষকে নিয়মিত আপিল করতে বলেছেন আপিল বিভাগ। ফলে ঈদের আগে আর মুক্তি মিলছে না তার। বৃহস্পতিবার প্রধান বিচারপতি নেতৃত্বাধীন আপিল বিভাগের ৩ সদস্যের বেঞ্চ রাষ্ট্রপক্ষের আবেদনের শুনানি নিয়ে চেম্বার বিচারপতির দেওয়া স্থগিতাদেশ ২৪ জুন পর্যন্ত বহাল রেখেছে। উচ্চ আদালতে ছুটির আগে বৃহস্পতিবার ছিল শেষ কার্যদিবস; ছুটি শেষে ২৪ জুন আদালত খুলবে। চাঁদ দেখা সাপেক্ষে ঈদুল ফিতর হবে ১৬ জুন। আপিল বিভাগ আদালত খোলার পর প্রথম দিন ২৪ জুন পর্যন্ত শুনানি মুলতবি করে এই সময়ের মধ্যে রাষ্ট্রপক্ষতে নিয়মিত আপিল করতে বলেছে।
×