ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ভাঙ্গাচোরা ম্যানহোল সারাতে ১৬১৬২ নম্বরে কল করার আহ্বান

প্রকাশিত: ০৮:৫৮, ২৫ ফেব্রুয়ারি ২০১৬

ভাঙ্গাচোরা ম্যানহোল সারাতে ১৬১৬২ নম্বরে কল করার আহ্বান

সংসদ রিপোর্টার ॥ রাজধানীর ভাঙ্গাচোরা ম্যানহোল মেরামতের জন্য ‘১৬১৬২’ নম্বরে কল করার আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন। বুধবার জাতীয় সংসদ অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে তিনি এ আহ্বান জানান। আওয়ামী লীগের সদস্য নুরজাহান বেগমের প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, রাজধানীর অধিকাংশ ম্যানহোল ঢাকা ওয়াসার নিয়ন্ত্রণাধীন। ঢাকা ওয়াসার নিয়ন্ত্রণে থাকা ম্যানহোলের সংখ্যা প্রায় ৪০ হাজার। এর মধ্যে ড্রেনেজ লাইনের ওপর প্রায় ১১ হাজার এবং স্যুয়ারেজ লাইনের ওপর প্রায় ২৯ হাজার ম্যানহোল রয়েছে। ঢাকা ওয়াসার ১০টি জোনের মাধ্যমে ড্রেনেজ ও স্যুয়ারেজ লাইনের ওপর স্থাপিত সমস্ত ঢাকনাসহ ম্যানহোলের তদারকি করা হয়। এছাড়াও ঢাকা ওয়াসার ড্রেনেজ বিভাগের অভিযোগ কেন্দ্র রয়েছে সেখানেও অভিযোগ করা যায়। এছাড়া ১৬১৬২ নম্বরে কল করলে ঢাকার ঢাকনাবিহীন ম্যানহোলের তথ্য পাওয়া মাত্র তা পুনর্স্থাপন করা হয়। ২২ লাখ দরিদ্র পরিবার ‘একটি বাড়ি, একটি খামারে’ উপকৃত ॥ সরকারী দলের মুহিবুর রহমান মানিকের প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, একটি বাড়ি একটি খামার প্রকল্পের আওতায় দেশের ২২ লাখ দরিদ্র পরিবার তথা এক কোটি নিম্ন আয়ের জনগোষ্ঠী উপকৃত হচ্ছে।
×